‘শরীর চর্চা করে দেহ মনকে সুস্থ রাখুন’ | পাঠক ভাবনা | DW | 17.04.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শরীর চর্চা করে দেহ মনকে সুস্থ রাখুন’

‘কেমন আছে জার্মান ছেলে-মেয়েরা’? এই প্রতিবেদনটি দেখে আমার একটাই প্রশ্ন: জার্মানিতে শিশু-কিশোরদের পড়াশোনার ফাঁকে শরীর চর্চার রেওয়াজ আছে? আমার যত দূর ধারণা শরীর চর্চার রেওয়াজে মানসিক ব্যধির হাত থেকে রক্ষা পাওয়া যায়৷

‘কেমন আছে জার্মান ছেলে-মেয়েরা'? এই প্রতিবেদনটি দেখে আমার একটাই প্রশ্ন: জার্মানিতে শিশু-কিশোরদের পড়াশোনার ফাঁকে শরীর চর্চার রেওয়াজ আছে? আমার যত দূর ধারণা শরীর চর্চার রেওয়াজে মানসিক ব্যধির হাত থেকে রক্ষা পাওয়া যায়৷

ভারতে প্রায় সব স্কুলে পড়াশোনার ফাঁকে শরীর চর্চার বিধির জন্য ব্যবস্থা আছে, যার ফলে এই শরীর চর্চার জন্যই আমরা অনেক সময়ে মানসিক ব্যধির প্রকোপ থেকে রক্ষা পাই৷ তাই আমার জার্মান কিশোর-কিশোরীদের কাছে অনুরোধ তারা যেন পড়াশোনার ফাঁকে নিয়মিত শরীর চর্চার অভ্যেস করে, তাহলেই মানসিক ব্যধি থেকে দূরে থাকা সম্ভব৷ এই অনুরোধ করেছে জৌগ্রাম, বর্দ্ধমান থেকে আমাদের কিশোরী বন্ধু মধুমিতা ব্যনার্জি৷

‘পাঠক ভাবনা'-য় আশিক ইকবাল টোকনের মেলটি পড়ে একটু ব্যথিত হলাম, কারণ উনি বক্তব্য রেখেছেন ডিজিটালাইজেসন করলেই কি ফিরে পাওযা যাবে হারানো অহংকার? এই প্রসঙ্গে বলি, ওপারে খুইয়ে আসা এপারে কিছু সংখ্যক বাঙালির জন্ম দুঃখ কোনোদিন ঘুঁচবে না৷ যদি তারা জন্মভিটার টানে ওপারের কিছু চ্যানেল বিনোদনের মাত্রা হিসাবে বেছে নেন তাতে দোষ কোথায়? তথ্যপ্রযুক্তির অগ্রগতি কেউ কূটনীতির জালে জড়িয়ে ভাগাভাগী করতে পারবে না৷ সেইমতো এই পারের কিছু বাঙালি যদি ঐপারের বিনোদনের চ্যানেল পছন্দ করে তাতে কার কি এসে যায়? তাই বলছিলাম বাঙালি জাতি জনম দুঃখি৷ বিনোদনের মাধ্যমে যদি একটু শান্তির নীড় খুঁজে পায় তাতে কার কি এসে যায়? সুহৃত ব্যন্দ্যপাধ্যায়, বর্ধমান থেকে লিখেছেন এই ই-মেলটি৷

শুভেচ্ছা নিবেন৷ ফেসবুকে ভালো কমেন্ট করার জন্য যে পুরস্কার পাঠিয়েছেন সেটা আমি পেয়েছি কোনো শুল্ককর ছাড়াই৷ তবে কিছু শ্রোতাবন্ধুর ৩৮০ টাকা ভ্যাট লেগেছে বলে আমাকে ফোন করে জানিয়েছেন৷ ডা.এস এম এ হান্নান, পাবনা৷

- ধন্যবাদ সবাইকে৷ গতকাল বন্ধুদের কাছ থেকে বেশকিছু ই-মেল পেলেও আজ কিন্তু সেভাবে সাড়া পাইনি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন