অন্বেষণ কুইজ বিজয়ী | পাঠক ভাবনা | DW | 21.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজ বিজয়ী

প্রতিবারের মতো গত সপ্তাহান্তেও ছিলো আমাদের কুইজ প্রতিযোগিতা৷ এবারের প্রশ্ন ছিলো সার্নের অ্যাটলাস ডিটেক্টর-এর মধ্যে কতগুলো মিউয়ন ডিটেক্টর রয়েছে? সঠিক উত্তর, প্রায় ১২০০ মিউয়ন ডিটেক্টর৷ এবার অংশ নিয়েছেন মোট ৪২২ জন বন্ধু৷

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ বিজয়ী হয়েছেন রহমান আজাদ৷ বন্ধু আজাদ, আপনাকে অভিনন্দন! আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনার পোস্টাল অ্যাড্রেসটি অনুগ্রহকরে আমাদের ফেসবুকের ম্যাসেজ বক্স বা ই-মেলে পাঠিয়ে দেবেন

-কুইজে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

এর আগে বেশ কয়েকজন বিজয়ী বন্ধু তাদের পোস্টাল অ্যাড্রেস এখনো আমাদের কাছে পাঠাননি৷ তাই আমরা আবারো অনুরোধ করছি যাঁরা এখনো ঠিকানা পাঠাননি, তাঁরা পাঠিয়ে দেবেন৷ কেউ যদি কয়েকমাস পর আমাদের বলেন যে পুরস্কার এখনো পাইনি, তখন কিন্তু বন্ধুরা এ ব্যাপারে আমাদের আর কিছুই করার থাকবে না৷

এবার মতামত

চট্টগ্রাম থেকে কাজী তৃণা লিখেছেন, ‘‘ফিলিপ লামের খেলায় যেমন উৎফুল্ল থাকতাম, তাঁর অবসরের কথা শুনে হৃদয় ঠিক তেমনি ভারাক্রান্ত৷ মনে পড়ে চোটের কারণে বালাকের না খেলতে পারায় অনেক কষ্ট পেয়েছিলাম এবং জার্মান দলকে নিয়ে চিন্তা হচ্ছিল৷ ঐ সময় লামের দায়িত্ব গ্রহণ ও সফল অধিনায়কত্ব জার্মান দল ও সমর্থকদের মনে নতুন আশা জাগিয়েছে৷ যার ফলশ্রুতি ২০১৪ এর বিশ্বকাপ সাফল্য৷ এধরণের হাজারো সাফল্যে উদ্ভাসিত থেকো লাম৷''

পরের ইমেলটি পাঠিয়েছেন নাটোরের রাজীব কুমার মন্ডল৷ তিনি লিখেছেন, ‘‘সুপ্রিয় ডয়চে ভেলে, আমার আন্তরিক ভালোবাসাময় শুভেচ্ছা ও অভিনন্দন নিবেন৷ আশাকরি ভালো আছেন৷ সপ্তাহে একদিন টিভিতে দুপুরবেলা অন্বেষণ দেখার মধ্য দিয়ে আমি সপরিবারে ভালো আছি৷ অন্বেষণের শেষের দিকে কিছু দর্শকের চিঠি প্রচার করা যায় কিনা বিবেচনা করবেন৷ আমি মনে করি এর ফলে অনেকেই লিখতে উত্‍সাহিত হবে৷ অন্বেষণ কুইজ বিজয়ী নির্বাচনে অবশ্যই একটি বিষয় বিবেচনা করবেন যেন কোনো শ্রোতা পাঠক পরিবার একের অধিক উপহার না পায়৷ আশাকরি জার্মানিতে এবার আপনাদের ঈদ উদযাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবেন৷ পরিশেষে অনাবিল সুখময় জীবন কামনায় এখানেই পত্রের ইতি টানছি৷ ভালো থাকুন, ভালো রাখুন৷''

-মতামত জানানোর জন্য ধন্যবাদ৷ শুভেচ্ছা রইলো সবার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন