অন্বেষণ এবং টপ গেম কুইজের ফলাফল | পাঠক ভাবনা | DW | 16.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ এবং টপ গেম কুইজের ফলাফল

১৩-১৫ জুন অন্বেষণ কুইজের প্রশ্ন ছিলো, বার্লিনের গবেষকরা একটি রোবটকে অর্কেস্ট্রার সংগীত পরিচালনা কীভাবে করতে হয় তা শিখিয়েছেন? ঐ রোবটের নাম কী?

এতে উত্তর দিয়েছেন মোট ৫২৩ জন৷ ‘মাইওন' সঠিক উত্তর৷ উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন আবেদা ফারজানা লিজা, আপনাকে অভিনন্দন৷ আপনার কাছে বিশেষ অনুরোধ পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে (bengali@dw.de) পাঠিয়ে দিন৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ উল্লেখ্য, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

বিশেষ টপ গেম কুইজের ফলাফল:

বিশেষ কুইজ প্রতিযোগিতায় ১২ তারিখের প্রশ্ন ছিলো, ‘‘বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুটোয় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল৷ কে জিতবে এই খেলায় ?''

সঠিক উত্তর ব্রাজিল৷ লটারিতে বিজয়ী হয়েছেন: রিনা পারভীন, সুজা নগর কলেজ, সুজানগর, পাবনা৷

১৩ তারিখের প্রশ্ন ছিলো, ‘‘শুক্রবার বাংলাদেশ সময় রাত ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ইটালি৷ বলতে হবে কে জিতবে এই খেলায়?

খেলায় জিতেছেন নেদারল্যান্ডস৷ লটারিতে বিজয়ী হয়েছেন: প্রীতম মাহমুদ৷ আপনাকে অনুরোধ করছি পোস্টাল অ্যাড্রেসটি ফেসবুক অথবা ই-মেলে পাঠিয়ে দেবেন৷

১৪ তারিখ শনিবার প্রশ্ন ছিল, ‘‘বাংলাদেশ সময় রাত ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ইটালি৷ বলতে হবে কে জিতবে এই খেলায়?''

সঠিক উত্তর ইটালি৷ এই কুইজে বিজয়ী হয়েছেন: জাভেদ পারভেজ৷ আপনাকে অনুরোধ করছি পোস্টাল অ্যাড্রেসটি ফেসবুক অথবা ই-মেলে পাঠিয়ে দেবেন৷

আবারো ধন্যবাদ সকলকে৷ ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷ একটা ব্যাপার আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে এই কুইজে অংশগ্রহণ করার পরে আর অনেকেই ফেসবুকে বা ওয়েবসাইটে ঢোকেন না৷ কারণ দেখা যায় প্রতি সোমবার বিজয়ী বন্ধুর নাম জানানোর পরও কেউ কেউ তাঁদের পোস্টাল অ্যাড্রেস আমাদের কাছে পাঠান না৷ এতে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়৷ আমাদের বিশেষ অনুরোধ যাঁরা অন্বেষণ কুইজ বা ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ কুইজে অংশ নিয়ে থাকেন তাঁরা অন্তত একবার হলেও প্রতিদিন ফেসবুকে এবং ওয়েয়েবসাইটের পাঠক ভাবনা-তে দেখবেন কে বিজয়ী হয়েছেন৷ তা না হলে পুরস্কার পাঠানো সম্ভব নয় অর্থাৎ বিজয়ী হয়েও পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হবেন৷

ডয়চে ভেলেকে সাথে নিয়ে বিশ্বকাপ ফুটবল উপভোগ করুন -এই প্রত্যাশায়,

- ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন