1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও

২৬ জুলাই ২০১২

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাই নবাবগঞ্জে স্থানীয় মানুষের কথা বলছে রেডিও মহানন্দা৷ তবে শুরুটা যেমন সুখময় ছিল, পথচলা ঠিক ততটা মসৃণ নয় বলেই মনের করেন এই রেডিও স্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন৷

https://p.dw.com/p/15ezw
Titel 1 : USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Bildunterschrift: USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Text: USA Botschaft in Bangladesch Herr Dan Mozena und Chef von Radio Mahananda in Radio Sendekomplex von Radio Mahananda Datum: 27.02.2012 Eigentumsrecht: Hasibur Rahman, Chapai Nawabgonj, Bangladesch Stichwort: USA, Botschaft, Bangladesch, Dan, Mozena, Radio, Mahananda, Chapai, Nawabgonj, Bangladesh
ছবি: Hasib Hossain/Chapai Nawabgonj

বাংলাদেশ সরকারের কমিউনিটি রেডিও নীতিমালার আলোকে ২০১১ সালের অক্টোবর মাসে চাঁপাই নবাবগঞ্জের মানুষের জন্য সম্প্রচার শুরু করে রেডিও মহানন্দা৷ চাঁপাই নবাবগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া মহানন্দা নদীর নাম অনুসারেই রেডিও'টির নাম রাখা হয়৷ এই রেডিও'র অনুষ্ঠানমালা সম্পর্কে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রয়াস'এর নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন জানান, ‘‘প্রথম দিকে দিনে এক ঘণ্টা করে অনুষ্ঠান সম্প্রচার শুরু করি৷ তবে এখন আমরা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সাত ঘণ্টা করে অনুষ্ঠান সম্প্রচার করছি৷ আমাদের একটি অনুষ্ঠান রয়েছে ‘দৃষ্টিপাত' নামে৷ এতে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক নাগরিক সুযোগ-সুবিধা ও সমস্যা তুলে ধরা হয়৷ এছাড়া কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত একটি অনুষ্ঠান রয়েছে৷ এটির নাম ‘কৃষি ও জীবন'৷ আমরা সম্প্রচার করছি তৃণমূল পর্যায়ের অখ্যাত শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান ‘ক্যাফে মহানন্দা'৷ এছাড়া চাঁপাই নবাবগঞ্জের বিখ্যাত লোকনাট্য ‘গম্ভীরা'র মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরছি৷ এটির নাম ‘গামছা মাথল'৷ রয়েছে সংবাদ ভিত্তিক আয়োজন ‘আজকের চাঁপাই নবাবগঞ্জ'৷ এটিও শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয়৷ তাছাড়া নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিরোধী অনুষ্ঠান রয়েছে৷ এটির নাম ‘স্বপ্নের ঠিকানায়'৷''

Titel 4 : Traditionelle kulturelle Veranstaltung Gomvira in Radio Mahananda Bildunterschrift:  Traditionelle kulturelle Veranstaltung Gomvira in Radio Mahananda Text: Traditionelle kulturelle Veranstaltung Gomvira in Radio Mahananda Datum: 24.11.2009 Eigentumsrecht: Hasibur Rahman, Chapai Nawabgonj, Bangladesch Stichwort: Gomvira, Radio, Mahananda, Gombhira, Chapai, Nawabgonj, Culture, Bangladesh
চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা’র একটি দৃশ্যছবি: Hasib Hossain/Chapai Nawabgonj
Bildunterschrift: Logo von Radio Mahananda Text: Logo von Radio Mahananda Datum: 12.03.2011 Eigentumsrecht: Hasibur Rahman, Chapai Nawabgonj, Bangladesch Stichwort: Bangladesch, Radio, Mahananda, Chapai, Nawabgonj, Bangladesh
রেডিও মহানন্দা’র লোগো

গোবরাতলা ইউনিয়নের চাঁপাই গ্রামে অবস্থিত রেডিও স্টেশনটি থেকে চতুর্দিকে ১৭ কিলোমিটার এলাকার মানুষ মূলত এই কমিউনিটি রেডিও'র শ্রোতাগোষ্ঠী৷ এই রেডিও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন হাসিব হোসেন৷ তাঁর ভাষায়, ‘‘শুরুতে আমরা ভেবেছিলাম এটি একটি ছোট্ট বিষয়৷ স্থানীয় মানুষের সহযোগিতায় খুব সহজেই হয়ত এটি চালানো সম্ভব হবে৷ কিন্তু কাজ শুরু করার পর আমরা হিমশিম খাচ্ছি৷ কারণ সরকারি এবং বাণিজ্যিক বেতারগুলোর পাশাপাশি শ্রোতার চাহিদা মেটাতে যে পরিমাণ অর্থ এবং পেশাদারিত্ব দরকার তা পাওয়া দুষ্কর৷ আমরা যখন সরকারের ‘আইনি সহায়তা প্রকল্প' নিয়ে একটি বিজ্ঞাপন সম্প্রচার করছি, তখন সরকার বলছে, তোমরা তো কমিউনিটি রেডিও৷ তাই এটি প্রচারের জন্য কোনো পয়সা দেওয়া হবে না৷ অথচ বাংলাদেশ বেতার যখন সেই একই বিজ্ঞাপন সম্প্রচার করছে তখন তাদেরকে মিনিট হিসেবে বা একটি নির্দিষ্ট হারে টাকা দিচ্ছে৷ ফলে এমন অবস্থায় কমিউনিটি রেডিও'র কার্যক্রম পরিচালনা বেশ কঠিন হয়ে যাচ্ছে৷''

For Online Interview of Hasib Hossain on Radio Mahananda - MP3-Mono

এছাড়া স্থানীয় শ্রোতারা কমিউনিটি রেডিও থেকে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অফ অ্যামেরিকা'র অনুষ্ঠান শুনতে চান বলে জানিয়েছেন উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব হাসিব হোসেন৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান