1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও

২৭ ফেব্রুয়ারি ২০১২

কমিউনিটি রেডিওর টিকে থাকার সম্ভাবনা এবং মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে এই প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা৷ তবে কমিউনিটি রেডিওগুলোর সমন্বয়কারী সংগঠন এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে৷

https://p.dw.com/p/14AK1
her photos are some parts of posters and book cover of the community radio conference being held in Dhaka, Bangladesh. DW/Harun Ur Rashid Swapan Feb. 2012
ছবি: DW

বাংলাদেশের দক্ষিণের জেলা বরগুনার সাগর তীরবর্তী জনপদ আমতলীতে চালু হয়েছে কৃষি রেডিও৷ এই কমিউনিটি রেডিওটি পরিচালনা করছে সরকারের কৃষি তথ্য বিভাগ৷ সম্মেলনে যোগ দিতে আসা ওই রেডিওর শামীম মৃধা জানান, তারা কৃষি ও আবহাওয়ার তথ্য ছাড়াও সাধারণ মানুষের প্রয়োজনীয় সব তথ্যই প্রচার করছেন৷

আর চট্টগ্রামের সীতাকুন্ডের রেডিও সাগর গিরির ভাস্কর ভট্টাচার্য বললেন, তারা জোর দিচ্ছেন স্থানীয় সমস্যার ওপর৷ বিশেষ করে জাহাজ ভাঙ্গা শিল্পে দুর্ঘটনার জন্য অনেক শ্রমিক পঙ্গু হয়ে যান৷ এব্যাপারে তারা সচেতনতা সৃষ্টি করছেন৷

সম্মেলনে জার্মান দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা মুজতবা আহমেদ মুরশেদ বলেন, কমিউনিটি রেডিওর গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই৷ তবে বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলো সেই ভূমিকা রাখতে পারছে কিনা আর এর মালিকানা কার হাতে থাকবে এটিই বড় প্রশ্ন৷

গণমাধ্যম বিশেষজ্ঞ মুহাম্মদ জাহাঙ্গীর প্রশ্ন তোলেন কমিউনিটি রেডিওগুলোর টিকে থাকা নিয়ে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, অন্যের সহায়তা নিয়ে দীর্ঘদিন কমিউনিটি রেডিও চলতে পারবে না৷

Harun Ur Rashid Swapan taking interview of renowned communication expert Muhammad Jahangir. DW/Harun Ur Rashid Swapan Feb. 2012
যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর এর সাক্ষাৎকার নিচ্ছেন হারুন উর রশীদ স্বপনছবি: DW

তবে কমিউনিটি রেডিওগুলোর সমন্বয়কারী সংগঠন বিএনএনআরসি'র প্রধান নির্বাহী বজলুর রহমান বলেছেন রেডিওগুলো এখন বেসরকারি সংস্থার সহায়তায় চললেও শেষ পর্যন্ত কমিউনিটিই এর মালিক হবে৷ আর স্বাধীনভাবে এর টিকে থাকার পরিকল্পনাও করা হচ্ছে৷

সম্মেলনে অংশ নেয়া ভারতের কমিউনিটি রেডিও বিশেষজ্ঞ অর্চনা কাপুর ডয়চে ভলেকে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কমিনিউটি রেডিও নিয়ে সহযোগিতার সম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখবে৷

বাংলাদেশে মোট ১৪টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হলেও গত ৬ মাসে চালু হয়েছে ১১টি৷ বাকি ৩টি শিগগিরই চালু হবে৷ তিন দিনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল কমিউনিটি রেডিওগুলোর অভিজ্ঞতা বিনিময়৷ শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ৷ সোমবার সম্মেলন শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য