1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমিউনিটি রেডিও ঝিনুক

২৪ নভেম্বর ২০১১

বাংলাদেশের মিডিয়া চিত্রে ইদানিং কমিউনিটি রেডিওর আবির্ভাব ঘটেছে৷ স্থানীয় নানা বিষয় নিয়ে তারা সাধারণত অনুষ্ঠান করে থাকে৷ ঝিনাইদহের কমিউনিটি রেডিও ঝিনুক এরকম একটি স্টেশন৷

https://p.dw.com/p/13Giy
ফাইল ফটোছবি: DW

সৃজনী বাংলাদেশ এবং ঝিনুক কমিউনিটি রেডিওর চেয়ারম্যান হলেন ড. হারুন-উর-রশিদ৷ কমিউনিটি রেডিও ঝিনুক প্রসঙ্গে তিনি বললেন,‘‘এখানকার মানুষের জন্য বিভিন্ন তথ্য, বিনোদন, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় পর্যায়ে যে সব তথ্য রয়েছে, বিনোদনমূলক যে সব তথ্য রয়েছে এর পাশাপাশি মানবাধিকারের বিভিন্ন বিষয়গুলোও আমরা আমাদের কমিউনিটি রেডিওর অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাই৷ সরকার আমাদের এক বছর আগে অনুমোদন দিয়েছে৷ এবং এই মাস থেকেই আমরা কমিউনিটি রেডিওর কার্যক্রম শুরু করেছি৷''

কোন্ ধরণের অনুষ্ঠান প্রাধান্য পাচ্ছে কমিউনিটি রেডিওর অনুষ্ঠানে? এ প্রশ্নের উত্তরে তিনি জানান,‘‘শ্রোতারা সাধারণত স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠান শুনতে চায়, সেগুলোর ওপরই গুরুত্ব দিচ্ছে তারা বেশি৷ এখানকার গান, কবিতা, ছড়া এছাড়া বিনোদনমূলক যে সব অনুষ্ঠান হচ্ছে সেগুলো সম্পর্কেই বেশি শুনতে আগ্রহী আমাদের শ্রোতারা৷ এর পাশাপাশি কৃষিকাজের বিভিন্ন বিষয়ও তারা শুনতে চায়৷ যেমন, কোথায় ভাল ফসলের বীজ পাওয়া যাচ্ছে, কোথায় শাক-সব্জি উৎপাদন ভাল হচ্ছে – এসব জানতে তারা বিশেষভাবে আগ্রহ প্রকাশ করে থাকে৷ আর রয়েছে স্বাস্থ্য সেবা নিয়ে নানা-ধরণের অনুষ্ঠান৷ অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোনের মাধ্যমে শ্রোতাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও আমরা দিয়ে থাকি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান