1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক-পপ সংগীত

১২ জুলাই ২০১২

প্রায় তিন দশকের সংগীত জীবনে সুজান ভেগা পেয়ে এসেছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ ১১ই জুলাই ছিল এই সংগীত শিল্পীর ৫৩তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/15Vif
Singer-songwriter Suzanne Vega poses in her apartment Thursday, May 9, 2002, in New York. Vega collected songs by various artists about the Sept. 11 attacks for her new album, "Vigil." (AP Photo/Diane Bondareff) (Photo für Kalenderblatt)
ছবি: AP

১৯৮৫ সালে নিজের প্রথম অ্যালবাম ‘সুজান ভেগা'-র মধ্য দিয়ে আন্তর্জাতিক সংগীতের অঙ্গনে কবি, গীতিকার, সুরকার, গিটার বাদক ও গায়িকা সুজান ভেগা'র সফল আত্মপ্রকাশ৷ এই অ্যালবামের ‘মার্লেনে অন দ্য ওয়াল' অ্যামেরিকার হিট গানের তালিকায় সেরা ১০টি গানের একটি হিসেবে স্থান অধিকার করে৷

১৯৮৭সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘সলিচিউড স্ট্যান্ডিং' তাঁকে এনে দেয় বিশ্ব খ্যাতি৷ এই অ্যালবামের একাধিক হিট গানের মধ্য দিয়ে তিনি জয় করেন অসংখ্য সংগীত বোদ্ধা ও অনুরাগীর হৃদয়৷ স্বীকৃতি ছাড়াও পান অসাধারণ বাণিজ্যিক সাফল্য৷

সুজান ভেগা'র জন্ম ১৯৫৯ সালে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা শহরে৷ খুব ছোটবেলায় পরিবারের সাথে চলে আসেন নিউ ইয়র্কে৷ ৯ বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন তিনি৷ আর মাত্র ১৪ বছর বয়সে তাঁর প্রথম সংগীত রচনা করেন ভেগা৷ ১৯৭৭ সালে নিউ ইয়র্কের ‘হাই স্কুল অফ পারফর্মিং আর্টস' থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ এ সময় নিউ ইয়র্কের শিল্পী এলাকা ‘গ্রিনউইস ভিলেজ'-এর গীতিকার গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তিনি এবং বিভিন্ন অ্যালবামে তাঁর বেশ কিছু সংগীত প্রকাশিতও হয়৷ ১৯৮৪ সালে একটি রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন ভেগা৷ আর সেই থেকেই শুরু হয় সংগীত জগতে তাঁর সফল অগ্রযাত্রা৷

পপ ও রকের সঙ্গে তাঁর গানে মিশেছে লোক সংগীতের প্রভাব৷ সমাজ সম্পৃক্ত, স্বতন্ত্র এক চিন্তা ও অনুভূতির প্রতিফলন ঘটেছে তাঁর সংগীতে৷ নাটক, মিউজিক্যাল ও বেশ কিছু ছায়াছবির জন্যও সংগীত রচনা করেছেন তিনি৷ ১৯৯৯ সালে তাঁর রচিত ‘দ্য পেসোনেট আই' গ্রন্থ প্রকাশিত হয়৷ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে রয়েছে তাঁর পদচারণা৷ একাধিক গ্র্যামিসহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন সুজান ভেগা৷

প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য