1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জো ককার

১৭ মে ২০১২

জো ককার'এর প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে, একজন ‘রিদম অ্যান্ড ব্লুজ' গায়ক হিসাবে তিনি পেয়ে আসছেন বিশ্ব সাফল্য ও জনপ্রিয়তা৷ ২০শে মে এই সংগীত শিল্পীর ৬৮তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/14wZg
British singer Joe Cocker performs at a concert as part of the 10th International Investment Forum "Sochi-2011", 16 September 2011. Photo: Mihail Mokrushin/RIA Novosti Schlagworte Personen, Kultur, Musik, Dark, Illumination, konzert, Mikrofon
Sänger Joe Cockerছবি: picture-alliance/dpa

ষাটের দশকের মাঝামাঝি সময় থেকেই জো ককার'এর প্রাণবন্ত ও মন্দ্র সুরেলা কন্ঠ মুগ্ধ করেছে অসংখ্য সংগীত অনুরাগীদের৷ বিশেষ করে ‘দ্য বিটেলস' সহ আরো বহু সংগীত শিল্পীর গান ককার'এর নিজস্ব স্বতন্ত্র ধারায়, রক-ব্লুজ আঙ্গিকে পরিবেশনা পেয়েছে অসাধারণ সাফল্য৷

১৯৬৯ সালে ঐতিহাসিক ‘উডস্টক-ফেস্টিভেল'-এ জো এবং তাঁর সংগীত গোষ্ঠী ‘দ্য গ্রিজ ব্যান্ড' ছিল এক অন্যতম আকর্ষণ৷ একাধিক সংগীত পরিবশনা করে জো কুড়িয়েছিলেন অসাধারণ প্রশংসা৷ তার মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য বিটেলস' রচিত গান ‘উইথ অ্যা লিটল হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস'৷ অ্যামেরিকার হিট গানের তালিকায় স্থান অধিকার করে এই গান৷

Woodstock Festival 1969 Flash-Galerie
১৯৬৯ সালে উডস্টক উৎসবে জো ককারছবি: AP

জো ককার'এর জন্ম ১৯৪৪ সালের ২০শে মে, ইংল্যান্ডের শেফিল্ড শহরে৷ ১২ বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন তিনি৷ প্রথম জীবনে রে চার্লস ও লোনি দোনেগান'এর প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ ১৬ বছর বয়েসে গঠন করেন নিজস্ব সংগীত গোষ্ঠী৷ ৬৩ সালে ‘দ্য রোলিং স্টোন্স'-এর সহযোগী শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করে খ্যাতি অর্জন করেন৷ পরের বছর ‘ডেকা রেকর্ড কোম্পানি'-র সাথে চুক্তিবদ্ধ হন জো৷ ১৯৬৬ সালে নতুন করে গঠন করেন ‘দ্য গ্রিজ ব্যান্ড'৷ আর এই গোষ্ঠী নিয়েই সংগীত জগতে শুরু হয় তাঁর সাফল্যের অগ্রযাত্রা৷

জো ককার'এর অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ আজও ইউরোপ এবং অ্যামেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট পরিবেশন করে বেড়াচ্ছেন তিনি৷ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন৷ একাধিক চলচ্চিত্র ও টিভি সিরিজের আবহ সংগীতেও কণ্ঠ দিয়েছেন জো৷ তারমধ্যে উল্লেখযোগ্য, ১৯৮৩ সালের সাড়া জাগানো ছায়াছবি ‘অ্যান অফিসার অ্যান্ড আ জেন্টলম্যান'৷ এই ছবির সংগীতে জেনিফার ওয়ার্নস'এর সঙ্গে কণ্ঠ মিলিয়ে গ্র্যামি পুরস্কারেও ভূষিত হন জো ককার৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য