1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম মরিসন

৫ জুলাই ২০১২

রক সংগীতের ইতিহাসে এক কিংবদন্তী তারকা জিম মরিসন৷ ষাটের দশকে ‘দ্য ডোরস' সংগীত গোষ্ঠী নিয়ে রক জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি৷ ৩রা জুলাই ছিল এই অসাধারণ সংগীত শিল্পীর ৪১তম মৃত্যু বার্ষিকী৷

https://p.dw.com/p/15RG9
ছবি: AP

রক সংগীতের মহাকাব্যে এক বিপ্লবী নায়ক ছিলেন জিম মরিসন৷ কবি, গীতিকার, সুরকার ও গায়ক৷ মাত্র পাঁচ বছরের সংগীত জীবনে, এক ভিন্ন আঙ্গিক এবং তাঁর অসাধারণ গীতিকবিতা শুধু রক সংগীতই নয় অন্যান্য সংগীত অঙ্গনেও আদর্শ হয়ে আছে৷

পশ্চিমের তরুণ সমাজের আশা ও নিরাশার প্রতিফলন ঘটেছিল তাঁর সংগীতে গভীরভাবে৷ জীবনের অল্প সময়ে এক নতুন ধারার সুদক্ষ ও সৃজনশীল সংগীত সৃষ্টি করতে পেরেছিলেন জিম৷ সংগীত জগতে তিনি রেখে গেছেন কল্পনা ও দুরদৃষ্টি সমৃদ্ধ এক বিরাট সম্ভার৷

Flash-Galerie The Doors When you are strange
‘দ্য ডোরস' সংগীত গোষ্ঠীছবি: Kinowelt

জেমস ডগলাস মরিসন'এর জন্ম ১৯৪৩ সালের ৮ই ডিসেম্বর, ফ্লোরিডায়৷ ছোটবেলা থেকেই পড়ার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ৷ ১২ বছর বয়স থেকেই শুরু হয় তাঁর কাব্য রচনা৷ তিনি ছিলেন একজন মেধাবি ছাত্র৷ অসংখ্য খ্যাতিমান কবি সাহিত্যিক, লেখক ও বিশেষ করে জার্মান দার্শনিক ফ্রিডরিশ নিৎশে'র প্রভাব পড়ে তাঁর জীবনে৷ ১৯৬৪ সালে লস এঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ‘থিয়েটার আর্টস' বিভাগের ‘সিনেমাটোগ্রাফি' থেকে সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ এ সময় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তাঁর পরিচয় হয় অর্গান বাদক রে মেনজারেক'এর সাথে৷ মেনজারেক জিম'এর অসাধারণ গীতিকবিতা ও তাঁর উদাত্ত কণ্ঠস্বরে মুগ্ধ হন৷ ৬৫ সালে তাঁরা প্রতিষ্ঠা করেন সংগীত গোষ্ঠী ‘দ্য ডোরস'৷

জিম মরিসন রচিত সমাজ সম্পৃক্ত সংগীত আজও আকর্ষণ করে বিশ্বের তরুণ সমাজকে৷ ছ'টি হিট অ্যালবাম সহ প্রায় দু'শরও বেশি কনসার্ট পরিবেশন করেছেন তিনি৷ পাশাপাশি তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর৷ বহুমুখি প্রতিভার অধিকারি জিম'এর কবিতাই ছিল গান – আবার গানই যেন কবিতা৷ কিন্তু সংগীত ও কবিতার পাশাপাশি অতিরিক্ত মাদকাসক্তির কারণে ১৯৭১ সালের ৩রা জুলাই, মাত্র ২৭ বছর বয়সে প্যারিসে মৃত্যুর কোলে ঢলে পড়েন রক সংগীতের প্রতীক পুরুষ জিম মরিসন৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য