1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ান ওপেন

২৫ জানুয়ারি ২০১৩

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চীনের লি না’র মোকাবিলা করবেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা৷ কিন্তু সেমিফাইনালের বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর৷ মেয়েদের টেনিস ব়্যাংকিংয়ে বিশ্বে এক নম্বর তিনি৷

https://p.dw.com/p/17RMb
ছবি: Reuters

গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন মিনস্কের এই তন্বী৷ তাঁর কাছে শনিবার চূড়ান্ত লড়াই তাই অবস্থান ধরে রাখার জন্য৷ এ জন্য প্রয়োজন কঠোর মনোযোগ৷ কিন্তু সেমিফাইনালে বিতর্কিত জয় তাঁকে কি মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছে?

সেমিফাইনালে স্লোন স্টিফেনসকে সহজেই হারাচ্ছিলেন আজারেঙ্কা৷ কিন্তু খেলার মাঝপথে ইনজুরি বিরতি নেন তিনি৷ শুধু তাই নয়, তখন পুরো দশ মিনিট তিনি কাটিয়েছেন ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে, লকার রুমে৷ ইনজুরির কারণ হিসেবে প্রথমে শ্বাসকষ্টের কথা বললেও পরে পিঠের ব্যথার কথা বলেন তিনি৷ ফলে পুরো বিষয়টি নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের ধুম্রজাল তৈরি হয়েছে৷ আজারেঙ্কার এই কাণ্ডকে অনেকেই দেখছেন অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে৷

যাহোক, এই বিতর্কের মাঝেই শনিবার চীনের লি না'র মুখোমুখি হবেন তিনি৷ ত্রিশ বছর বয়সি এই চীনা তন্বী ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করে আলোচনায় আসেন৷ সর্বশেষ সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে এখন তাঁর মনোবোল বেশ তুঙ্গে৷ জানালেন, ‘আমি কি নিয়ে উদ্বিগ্ন হব? শীতের সেশনের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি৷ এবং এখন আমি মনে করি, সবকিছুই আমার দিকে ফিরে আসছে৷'

আজারেঙ্কা মনে করছেন, অস্ট্রেলিয়ান শিরোপা পুনরায় জয় তাঁর জন্য অনেক বড় অর্জন হবে৷ তিনি বলেন, ‘আমি আমার শিরোপা ধরে রাখতে অত্যন্ত ক্ষুধার্ত৷ এবং এটাই আমার প্রথম লক্ষ্য৷'

এদিকে, পুরুষদের সেমিফাইনালে ডেভিড ফেরারকে আবারো হারিয়েছেন নোভাক জোকোভিচ৷ এই নিয়ে পাঁচবার বড় আসর থেকে ফেরারকে বিদায় করেছেন জোকোভিচ৷ গতবারও অস্ট্রেলিয়ান ওপেনে এভাবে পরাজয় বরণ করেন ফেরার৷ বলা প্রয়োজন, সার্বিয়ার জোকোভিচ এখন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা৷ কেউ কেউ তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় মনে করেন৷

ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু মারে৷ শুক্রবার সেমিফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে ফাইনালে ওঠেন তিনি৷ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ফাইনাল অনুষ্ঠিত হবে রবিবার৷

এআই/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য