1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ান ওপেন

১৫ জানুয়ারি ২০১৩

কিছুই জানে না বলে কারো কারো খুব জ্ঞানীর ভাব ধরতে হয়৷ অস্ট্রেলিয়ান ওপেনে এমনই এক ‘জ্ঞানী’-র দেখা পান ভিক্টোরিয়া আজারেঙ্কা৷ গত বছর ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরেন দেশে৷

https://p.dw.com/p/17KAt
ছবি: AP

বেলারুশের তন্বী তরুণী তাই অস্ট্রেলিয়ান ওপেনে এবার নিজের প্রথম ম্যাচ খেলতে ঢুকছিলেন খুব ফুরফুরে মেজাজে, দেয়ালের ছবিগুলো দেখতে দেখতে৷ হঠাৎ পথ আগলে দাঁড়ালেন এক নিরাপত্তা কর্মী, জানতে চাইলেন, ‘‘ভেতরে যে ঢুকছেন পাস আছে আপনার কাছে?'' বোঝাই যাচ্ছিল পাস না থাকলে আজারেঙ্কাকে তিনি ঢুকতে দেবেন না৷ ইচ্ছে করলে রেগেমেগে দু'কথা শুনিয়ে দিতেই পারতেন৷ আজারেঙ্কা তা না করে শুধু মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দেয়ালে ঝোলানো নিজের ছবিটা দেখিয়ে বললেন, ‘‘হ্যাঁ, পাস আছে তো, ওই তো আমার পাস!'' আজারেঙ্কার জন্য ছবিই হয়ে গেল প্রবেশপত্র!

টেনিসে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে কোনো অঘটন নেই৷ রজার ফেডারার, অ্যান্ডি মারে থেকে শুরু করে খুব চেনা বা কম চেনা যে তারকাই কোর্টে নেমেছেন, ফিরেছেন সহজ জয় নিয়ে৷ বলার মতো কোনো অঘটনই নেই৷ আজারেঙ্কার কায়দা করে নিরাপত্তা কর্মীকে সামলানোর ঘটনাটা না থাকলে আসরের শুরুটাকে কিন্তু ম্যাড়ম্যাড়েই মনে হতো, তাই না?

অবশ্য জয়ই সবসময় সব নয়৷ অনেক সময় জয়টা বরং অতি সাধারণ, হারেই থাকে অসাধারণত্ব৷ চীনের উ ডি-র কথা ভাবুন! মোট ১৭ টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতে পুরুষদের টেনিসে নতুন ইতিহাস গড়া রজার ফেডারার অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছেন সরাসরি সেটের জয় দিয়ে৷ ফ্রান্সের বেনোয়া পেয়ারকে ৬-২,৬-১, ৬-৪ গেমে হারাতে সুইস সুপারস্টারের সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ২৩ মিনিট৷ ছেলে এবং মেয়েদের সব ফেভারিট এভাবেই উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে৷ এমন দিনে উ ডি পারেননি নিজের ম্যাচটা জিততে৷ বিশ্বের ১৮৬ নম্বর খেলোয়াড় ৩-১ সেটে হেরে গেছেন ক্রোয়েশিয়ার ইভান ডডিচের কাছে৷ তার মানে অস্ট্রেলিয়া ওপেন থেকে তাঁর পত্রপাঠ বিদায়৷ তারপরও চীনের ২১ বছর বয়সি তরুণ নাম লিখিয়ে ফেলেছেন ইতিহাসে৷ কোনো গ্র্যান্ড স্ল্যামে খেলা চীনের প্রথম পুরুষ খেলোয়াড় তিনি৷ সুতরাং বিশ্বে ১৮৬ নম্বর হলেও নিজের দেশে চিরকালের নাম্বার ওয়ান উ ডি!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য