1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ান ওপেন

২৪ জানুয়ারি ২০১৩

দু'বছর আগেও সুযোগটা এসেছিল৷ কিন্তু সেবার আশা জাগিয়েও হতাশ করেন লি না৷ এবারও কি তাই হতে চলেছে? সেমিফাইনালে শারাপোভাকে হারিয়ে অবশ্য উল্টো ইঙ্গিতই দিয়েছেন লি না৷

https://p.dw.com/p/17Qii
ছবি: Reuters

এবার অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভা ছিলেন অপ্রতিরোধ্য৷ অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাই মনে হয়েছে৷ কোনো সেট হারেননি, মাত্র ৯টি গেম খু্ইয়েই চলে এসেছিলেন ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম একক শিরোপা থেকে দু'ম্যাচের দূরত্বে৷ কিন্তু তারপর আর এগোতে পারলেন না৷ তাঁর পথ রোধ করে দাঁড়ালেন চীনের লি না৷ রাশিয়ার গ্ল্যামার কুইনকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে উঠে গেছেন তিনি ফাইনালে, যার অর্থ, আর একটা ম্যাচ জিতলেই লি না-র হাতে উঠবে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি৷ সংখ্যাটা তিনও হতে পারতো৷ দু'বছর আগেও চীনের এই ৩০ বছর বয়সি  উঠেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে৷ কিম ক্লাইস্টার্সের বিপক্ষে প্রথম সেট জিতে ম্যাচে নিয়ে নিয়েছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ৷ তারপর কী যে হলো, ক্লাইস্টার্সের সামনে আর দাঁড়াতেই পারেননি৷ সেই পরাজয়ের জন্য অবশ্য অভিজ্ঞতার অভাবকেই দায়ী করেছেন লি না৷

‘‘২০১১ সালে আমি প্রথম বারের মতো উঠেছিলাম গ্র্যান্ড স্লাম ফাইনালে৷ এমন ম্যাচে কখন কী করতে হয় জানতাম না বলে একটা পর্যায়ে একেবারে ভেঙে পড়েছিলাম৷ কিন্তু এখন আমার অভিজ্ঞতা আগের চেয়ে অনেক বেশি৷ তাই আশা করছি আগের চেয়ে ভালো ফলই পাবো'' অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে মারিয়া শারাপোভাকে হারানোর পর এ কথা বলেই ক্যারিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেন চীনের লি না৷ দ্বিতীয় বাছাই শারাপোভাকে সরাসরি সেটে হারাতে তাঁর সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ৩৩ মিনিট৷ এমন জয়ের পর ফ্রেঞ্চ ওপেন সাফল্যের সঙ্গে মেলবোর্ন জয়েরও স্বপ্ন দেখবেন এটাই তো স্বাভাবিক৷ সেই স্বপ্ন পূরণ করা অবশ্য খুব সহজ হবেনা৷ ফাইনালে লি না-র প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা৷ অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন যে সহজে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ ছাড়তে চাইবেন না, এ তো বোঝাই যায়!

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য