1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক

১৩ নভেম্বর ২০১২

মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার জন্য পাকিস্তান সরকারের ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যের এখনো সমালোচনা হচ্ছে বাংলাদেশে৷ তবে শাহরিয়ার কবির বলেছেন, পাকিস্তানকে ক্ষমা চাইতেই হবে৷

https://p.dw.com/p/16hXe
ছবি: dapd

বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলে গেছেন, বাংলাদেশের উচিত ১৯৭১-এর গণহত্যার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়া৷ ৩০ লক্ষ মানুষকে হত্যা করা, হাজার হাজার নারীকে ধর্ষণ করাসহ মুক্তিযুদ্ধের সময় চালানো পাকিস্তান সেনাবাহিনীর নারকীয় সব কর্মকাণ্ডের কথা ভুলে যাওয়ার এ আহ্বান ক্ষুব্ধ করেছে সবাইকে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ঘাতক দালাল নির্মূল কমিটির সক্রিয় নেতা শাহরিয়ার কবির জানালেন, শুধু বাংলাদেশের নাগরিক নয়, এমন মন্তব্যের জন্য নিজের দেশের সংবাদমাধ্যমও সমালোচনা করছে হিনা রাব্বানির৷ সে দেশের ইংরেজি দৈনিক ‘দ্য ডন' লিখেছে পাকিস্তান সরকারের উচিত একাত্তরের গণহত্যার জন্য শুধু অনানুষ্ঠানিক দুঃখ প্রকাশ না করে সরাসরি ক্ষমা চাওয়া৷

BM/131112/Interview with Shahriyar Kabir on Hina Rabbani - MP3-Mono

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এ দাবির কথাই জানিয়েছিলেন হিনা রাব্বানি খারকে৷ জবাবে তিনি যা বলেছেন সেটাকে পাকিস্তান সরকারের অতীত বক্তব্যের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন শাহরিয়ার কবির৷ তবে, তাঁর দৃঢ় বিশ্বাস পাকিস্তান সরকার একদিন এ অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে৷

বাংলাদেশকে এ দাবিতে অটল থাকতে হবে, দ্বিপাক্ষিক সব সম্মেলন বা বৈঠকে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলতে হবে- এমন মতামত জানানোর সময় অতীতে বিএনপি বা জাতীয় পার্টির সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য