1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাংলাদেশে জয়শ-ই-মোহাম্মদ’

১৭ সেপ্টেম্বর ২০১২

পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ বাংলাদেশে তাদের ঘাঁটি তৈরি করতে চেয়েছিল৷ তাদের টার্গেট ছিল ভারত৷ তবে বাংলাদেশের গোয়েন্দারা সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বলে দাবি করেছেন৷

https://p.dw.com/p/16AP7
ছবি: Fotolia/Iv Mirin

ভারতে অনেক জঙ্গি হামলার জন্য পাকিস্তানের কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদকে দায়ী করা হয়৷ আর জয়শ-ই-মোহাম্মদের বাংলাদেশি সংগঠক মাওলানা মোহাম্মদ ইউনুসকে গতমাসে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ইউনুস পাকিস্তানে অবস্থানরত জয়শ-ই-মোহাম্মদের প্রভাবশালী নেতা মাওলানা সাবেরের নির্দেশে কাজ করছিলেন৷ জিজ্ঞাসাবাদে মাওলানা ইউনুস জানিয়েছে, তারা ভারতকে টার্গেট করেই বাংলাদেশে কাজ শুরু করেছিলেন৷ কারণ পাকিস্তান থেকে ভারতে প্রবেশ এখন ঝুঁকিপূর্ণ৷ তবে তাদের এই তৎপরতা ব্যর্থ করে দেয়ার দাবি করেন মনিরুল ইসলাম৷

তিনি বলেন, জয়শ-ই-মোহাম্মদ কাজ শুরু করেছিল কক্সবাজারে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে৷ তারা মনে করছিল, রোহিঙ্গা শরণার্থীদের কারণে কক্সবাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে কাজ করা সহজ হবে৷ এ কারণে শুধু জয়শ-ই-মোহাম্মদ নয়, লস্কর-ই-তৈয়বাসহ আরো কিছু বিদেশি জঙ্গি সংগঠন কাজ শুরু করেছিল৷

এদিকে নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব.) ডয়চে ভেলেকে জানান, আন্তর্জাতিক এবং আঞ্চলিক জঙ্গিরা বাংলাদেশে সক্রিয় হয়ে উঠছে৷ সক্রিয় হচ্ছে স্থানীয় জঙ্গিরাও৷ তিনি বলেন, বাংলাদেশের এব্যাপারে সতর্ক হওয়া উচিত৷ চালানো উচিত ব্যাপক জঙ্গি বিরোধী তৎপরতা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য