1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভারত বিরোধী রাজনীতি থেকে বিএনপি সরতে বাধ্য হচ্ছে’

২৯ অক্টোবর ২০১২

বাংলাদেশের ‘সাপ্তাহিক’ পত্রিকার নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া মনে করেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যকার অনেক প্রেক্ষাপট বদলে গেছে৷ এখন নির্দিষ্ট কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের সঙ্গে সম্পর্ক রাখার পুরনো নীতি বদলে যাচ্ছে৷

https://p.dw.com/p/16YUP
Indian finance minister Pranab Mukharjee called on Bangladeshi opposition leader Begum Khaleda Zia in Dhaka, on May 5, 2012. photo @ Harun Ur Rashid Swapan and DW is permited to use. Regards Swapan, Dhaka
ছবি: DW/Swapan

খালেদা জিয়ার ভারত সফর প্রসঙ্গে কথা বলেন তিনি৷

বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রবিবার থেকে ভারত সফর শুরু করেছেন৷ নতুন দিল্লির আমন্ত্রণে এই সফর তাঁর৷  সফরকালে তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন৷ সেদেশের বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি৷ এছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে পারেন খালেদা জিয়া৷

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এই ভারত সফর নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা৷ বিরোধী নেত্রীর এই সফর সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক শুভ কিবরিয়া বলেন, ‘‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের অনেক প্রেক্ষাপট বদলে গেছে৷ এই প্রেক্ষাপটে কোন একটা দল, কোন একটা ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখার যে পুরাতন নীতি, সেটা আসলে বদলে যাচ্ছে৷''

প্রশ্ন উঠতে পারে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও বিএনপির প্রতি আগ্রহী কেন ভারত? শুভ কিবরিয়া মনে করেন, ‘‘ভারতীয় বিদেশ নীতি যারা নিয়ন্ত্রণ করেন, সেই সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র - তারা ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই এবং দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন৷ এই দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে হলে শুধু আওয়ামী লীগ কিংবা শুধু বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে এটা টেকসই হবে না৷ এটা সবদলের সঙ্গে ইস্যুর ভিত্তিতে টেকসই রাখতে হবে৷''

BM/291012/Interview: Shuvo Kibria on Khaleda's India tour - MP3-Mono

ভারত বিরোধী রাজনীতি থেকে বিএনপি সরতে বাধ্য হচ্ছে, বলেন শুভ কিবরিয়া৷ অভিজ্ঞ এই সাংবাদিকের কথায়, ‘‘পরিবর্তিত বিশ্ব পরস্থিতির পরিপ্রেক্ষিতে শত্রু-মিত্রর জায়গাগুলো বদলে যাচ্ছে৷ দশ বছর আগে অ্যামেরিকার সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক ছিল, আজকে সে সম্পর্ক উল্টে গেছে৷ আজকে বরং ভারত অ্যামেরিকার অনেক নিকটতম বন্ধু৷''

শুভ কিবরিয়ার মতে, খালেদা জিয়ার এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা শুধু ভারতের দিক থেকে নয়, বাংলাদেশের দিক থেকেও৷ বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী যে ভোটার গোষ্ঠী আছে, তাদের মন জয়ের চেষ্টা করছে ভারত৷ কেননা, এতে করে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি টেকসই সম্পর্ক তৈরি সম্ভব হবে৷ একইভাবে বাংলাদেশের উন্নয়নেও ভারতকে প্রয়োজন, যা বুঝতে পেরেছেন খালেদা জিয়া৷ ফলে সফরকালে শুধু ভারতের সরকারি দলই নয়, বিরোধী দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি, জানান শুভ কিবরিয়া৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য