1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিন দিনের ভারত সফরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৪ ডিসেম্বর ২০১২

শুক্রবার তিন দিনের সফরে নতুন দিল্লি পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেহমান মালিক৷ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ এ সফরেই চালু হবে ভারত-পাকিস্তানের মধ্যে উদার ভিসা ব্যবস্থা৷

https://p.dw.com/p/172RQ
ছবি: AFP/Getty Images

দু-দু'বার তারিখ পিছিয়ে দেবার পর স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের আমন্ত্রণে শুক্রবার সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছালেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেহমান মালিক৷ কিন্তু শুরুতেই হোঁচট খেল এই বিতর্কিত সফর৷ রেহমান মালিকের বিমান কিছু টেকনিকাল বিভ্রান্তির কারণে নির্দিষ্ট জায়গায় নামতে পারেনি৷ তাই অবতরণে দেরি হয়৷ এছাড়া, এই সফরের তারিখ নিয়েও রয়েছে অন্য বিতর্ক৷ তাই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে বাড়তি মাত্রা দিচ্ছে না ভারত৷

উভয়দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা উঠবে সন্ত্রাস দমন, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ট সহযোগিতা এবং ভারতীয় জাল নোট ছড়ানো ইত্যাদি ইস্যু৷

রেহমান মালিকের এই সফরেই আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে উদার ভিসা ব্যবস্থা, যা নিয়ে দু'দেশের মধ্যে ঐকমত্য হয়েছিল গত সেপ্টেম্বর মাসে৷ ভিসা ব্যবস্থা শিথিল হওয়ায় দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে আসবে আমূল পরিবর্তন৷ বাড়বে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ৷

Indien Terroranschlag Mumbai 26.11.2008 26/11 Taj Mahal Hotel
মুম্বই হামলার কথা এখনও ভোলেনি ভারতবাসী...ছবি: AP

বৈঠকে মুম্বই হামলার নেপথ্য চক্রীদের দ্রুত শাস্তি দেবার জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়াবে দিল্লি৷ সেই সঙ্গে লস্কর-ই-তৈবার প্রধান মহম্মদ সাঈদের কণ্ঠস্বরের নমুনা ভারতকে দেবার জন্য বলা হতে পারে৷ ২৬/১১-এর হামলায় জড়িত সন্ত্রাসী জাকিউর রহমান লাখবিসহ সাতজন জঙ্গির বিচার চলছে পাকিস্তানের আদালতে৷ তারই তদন্ত সূত্রে পাকিস্তন থেকে ভারতে আসবে একটি বিচার বিভাগীয় কমিশন৷ ভারত চাইবে তদন্তে উঠে আসা তথ্য ও নথি যেন পেশ করা হয় আদালতে৷

পররাষ্ট্রমন্ত্রী সলমান খুরশিদ মনে করেন, পাকিস্তানে মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারীদের বিচারে অগ্রগতি হয়নি৷ তবে হবার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ পাশাপাসি দ্বিপাক্ষিক সংলাপ ও আস্থাবর্ধক পদক্ষেপ গ্রহণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে৷

বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডুর অভিযোগ, পাকিস্তান যেভাবে সন্ত্রাসে মদত দিচ্ছে, টাকা দিয়ে ট্রেনিং দিয়ে, সেটা বন্ধ করা ভারতের পক্ষে বিশেষ জরুরি৷ ভারতের উচিত পাকিস্তানের কাছ থেকে এ বিষয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করা৷ ২৬/১১-এর মতো ঘটনা ঘটে যাচ্ছে, যার দাম দিতে হচ্ছে ভারতকে৷ এ জিনিস চলতে পারেনা, অভিযোগ বিজেপি'র৷

রেহমান মালিক সাক্ষাত করবেন অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সংসদে বিরোধী নেত্রীর সঙ্গে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য