1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র আন্দোলন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ নভেম্বর ২০১২

সরকার বিরোধী আন্দোলেনের পাশাপাশি আগামী নির্বাচনে ভোটও চাইছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৯ই ডিসেম্বর রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি৷

https://p.dw.com/p/16roI
ছবি: Reuters

ঢাকায় বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া৷ বুধবার বিকেলের এই সমাবেশে তিনি তত্ত্ববধায়ক সরকারেরর দাবিতে রাজপথ অবরোধ এবং জনসংযোগের কর্মসূচি দেন৷ বলেন, এরপরও দাবি পূরণ না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে৷

খালেদা জিয়া একই সমাবেশে আগামী নির্বাচনে বিএনপি'কে ভোট দেয়ার আহ্বান জানান৷ তিনি বলেন, বিএনপি'কে আর একবার সুযোগ দিলে বাংলাদেশেকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করে একটি স্বাবলম্বী দেশে পরিণত করা হবে৷ আর সেটা না পারলে তিনি জনগণের সামনে আসবেন না বলে জানান খালেদা জিয়া৷

অন্যদিকে ঢাকার বাইরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি'কে দেশে ঝামেলা সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন৷ প্রধানমন্ত্রীর কথায়, বিএনপি অতীতে ক্ষমতায় থাকাকালে জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিয়েছে৷ তারা আবার ক্ষমতায় এলে একই কাজ করবে৷

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের আমলে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে৷ মানুষের কর্মসংস্থান হয়েছে৷ এমনকি, বিদ্যুতে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে৷ তাই তার সরকারের পক্ষেই সম্ভব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য