1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের জন্য তৈরি থাকুন, জানালো জাতিসংঘ

১৬ নভেম্বর ২০১১

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের মাত্র ১০ দিন আগে, জলবায়ু পরিবর্তনের কুফল সম্পর্কে বিশ্বকে আবার সতর্ক করলো জাতিসংঘ৷ শুক্রবার প্রকাশিত রিপোর্টে আবারো ফুটে উঠলো এক ভয়াবহ চিত্র৷

https://p.dw.com/p/13BM4
জলবায়ু পরিবর্তনের ফলে তলিয়ে যেতে পারে গোটা বাংলাদেশছবি: AP

বিশ্বের জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কুফল আমাদের অজানা নয়৷ ব্যাপক আকারে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা – এ সবই জলবায়ু পরিবর্তনের ফল বলে ধরা হয়ে থাকে৷ আর এর জন্য দায়ী কার্বন নির্গমন৷৷ অথচ এখনও পর্যন্ত এই কার্বন নির্গমন মোকাবিলা করতে সক্ষম হয়নি বিশ্ব৷

এর পরিনাম হতে পারে ভয়ানক৷ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত জাতিসংঘের ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' বা আইপিসিসি'র প্রায় ৪০০ পাতার ঐ রিপোর্ট-এ এমনই একটা সতর্কবাণী শোনা গেল৷ জানা গেল, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিশাল সংখ্যাক মানুষ দলবদ্ধ হয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে বাধ্য হতে পারে৷

NO FLASH UNO General Sekretär Ban Ki-moon
‘আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে জলবায়ু পরিবর্তন মানবিক বিপর্যয়ের কারণ হয়ে না দাঁড়ায়’ : বান কি-মুনছবি: picture alliance/ZUMA Press

তাই কার্বন নির্গমন কমাতে এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তি করাই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সম্মেলনটির মূল লক্ষ্য৷ এছাড়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় তহবিল বাড়ানোর ব্যাপারেও এবার বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ তাঁর কথায়, ‘‘জলবায়ু পরিবর্তনের কুফল সম্পর্কে আমাদের সচেতন হতে হবে৷ তৈরি থাকতে হবে এর প্রভাব সম্পর্কে৷ লক্ষ্য রাখতে হবে, যাতে জলবায়ু পরিবর্তন মানবিক বিপর্যয়ের কারণ হয়ে না দাঁড়ায়৷''

দুঃখের বিষয়, জলবায়ু পরিবর্তন এবং চরম আবহাওয়ার কারণে আমরা ইতিমধ্যেই মানুবিক বিপর্যয়ের বহু উদাহরণ প্রত্যক্ষ করেছি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন ‘ক্যাটরিনা', বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘সিডর', ‘আয়লা', পৃথিবীব্যাপী বন্যা অথবা গোটা ইউরোপ জুড়ে তাপমাত্র বৃদ্ধির ঘটনা তার মধ্যে অন্যতম৷ মালদ্বিপ-এর মানুষ তো এর মধ্যেই বিকল্প একটি জায়গার সন্ধান করা শুরু করে দিয়েছে৷ এটা স্বাভাবিকভাবেই চিন্তার কারণ৷

শোনা যাচ্ছে, এবারের সম্মেলনে ‘কিয়োটো প্রটোকল'-এর চেয়েও জোরদার একটি আন্তর্জাতিক বিধিমালা প্রণয়ন করতে চাইছে অনেকে৷ প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলনে গৃহীত প্রস্তাবই এই ‘কিয়োটো প্রটোকল'৷ ২০০৫ সালে এটি ১৮৯টি দেশের সম্মতিতে কার্যকর করা হয়৷ ২০১২ সালে এর মেয়াদ শেষ হবে৷

এছাড়া, ২০০৯ সালের ডিসেম্বর মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন-এ অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছরের জন্য ১০ বিলিয়ন ডলারের একটি ‘সবুজ তহবিল' ঘোষণা করা হয়৷ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত প্রায় ৩৭টি দেশ ঐ তহবিলে অর্থ জোগান দেওয়ারও অঙ্গীকার করে৷ কিন্তু সে অর্থ এখনও পায়নি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলো৷

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে গত ৩০ বছরে মারা গেছে প্রায় এক লক্ষ ৯১ হাজার ৩৩৭ জন৷ এর মধ্যে শুধুমাত্র ঘূর্ণিঝড়েই মৃত্যু হয়েছে এক লক্ষ ৬৭ হাজার ১৭৮ জন মানুষের৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান