1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক হতে হবে জলবায়ু পরির্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে: বান কি মুন

১৪ নভেম্বর ২০১১

ঢাকায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'-এর সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, জলবায়ু পরির্তনের সমস্যা সারা বিশ্বের, তাই এ নিয়ে বিশ্বের নেতৃবৃন্দকে ভাবতে হবে৷

https://p.dw.com/p/13AIG
UN Secretary-General Ban Ki-moon
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও পদক্ষেপ চান জাতিসংঘের মহাসচিবছবি: picture alliance ZUMA Press

ঢাকায় ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'-এর ২দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷ তিনি তার বক্তৃতায় বলেন জলবায়ু পরিবর্তনের সমস্যা সারা বিশ্বের৷ তাই এনিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে কাজ করতে হবে৷ তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার ডারবানে আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এক কণ্ঠে কথা বলতে হবে৷ আর বিশ্ব নেতৃবৃন্দকে এনিয়ে কাজ করতে বাধ্য করতে হবে৷ জাতিসংঘ মহাসচিব বলেন, এই জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় ছাড়াও নান ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে৷

The Prime Minister of Bangladesh Sheikh Hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মতামতের আরও গুরুত্ব চানছবি: dapd

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কথায় তেমন গুরুত্ব দিচ্ছেনা৷ অথচ এর জন্য তারাই দায়ী৷ তিনি বলেন, আজ জলবায়ু পরির্তনের কারণে বিশ্বের কোটি কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হচ্ছে৷

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ২০০৯ সালে গঠন করে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম'৷ ঢাকায় এর ৩য় সম্মেলন অনুষ্ঠিত হল৷এই সম্মেলনে ৩২টি সদস্য রাষ্ট্র এবং ২৮টি পর্যবেক্ষক দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য