ওয়েব ঠিকানা বদলায়নি, বদলেছে সংস্করণ | পাঠক ভাবনা | DW | 02.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ওয়েব ঠিকানা বদলায়নি, বদলেছে সংস্করণ

‘বিষয়টা ভালোমতো বুঝে উঠতে পারলাম না৷ আমার চোখে যেটা নতুন লাগলো, তা হলো ওয়েবসাইটের একেবারে ওপরে ডান দিকে ও বাম দিকে ভাষা সেটিং নিয়ে কিছু নির্দেশনামা৷’

Ein Close-Up des neuen Logos Foto DW/Per Henriksen 5.02.2012 DW1_8713.jpg

Bildergalerie Relaunch DW.DE Logo Englisch

আমি তো বরাবরই ওয়েবসাইটের বাম দিকের ল্যাংগুয়েজ সেটিং লিঙ্ক থেকে হিন্দি ও ইংরেজি ওয়েবসাইটের পাতায় প্রবেশ করি৷ নতুন পরিবর্তনের মধ্যে চোখে পড়লো ছবিঘরের প্রদর্শনীর নেভিগেশনের লিঙ্ক, যেখানে ওপর থেকে নীচ পর্যন্ত তথ্য সহ বিভিন্ন বিষয়ের ওপর ছবির উপস্থাপনা রয়েছে৷ অসাধারণ মনে হলো পরিবেশ সংরক্ষণ ও বাঁচানো নিয়ে তথ্যবহুল ১২টি ছবির অনবদ্য উপস্থাপনা৷

ঢাকায় শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা নিয়ে পরিবেশনটি ভালো লাগলো৷ তবে মেলায় এবার রবীন্দ্রনাথের বই নিষিদ্ধ – এই বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেবার পেছনে মিডিয়ার কী উদ্দ্যেশ্য আছে – তা তো বোঝা গেল না৷ আর এবার মেলায় শুধু বাংলাদেশের প্রকাশকদের বই রাখার সিদ্ধান্ত তো বাংলা একাডেমীর একান্ত নিজস্ব ব্যাপার৷

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার শেষে স্বাক্ষরিত ঐতিহাসিক বন্দি-প্রত্যর্পণ ও শিথিল ভিসা চুক্তি নিয়ে গুরুত্ত্বপূর্ণ পরিবেশনা পেয়ে ভালো লাগলো৷ এই চুক্তি ভারত ও বাংলাদেশ – এই দুই দেশকে সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে সহায়তা করবে৷

সাম্প্রতিক কাশ্মীর সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে পাশে পাওয়া ভারতের কাছে খুবই জরুরি৷ কারণ, ভারতের পূর্ব দিকের একটা বিরাট অংশ বাংলাদেশের সাথে যুক্ত৷ দুই দেশের সুসম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সদ্য স্বাক্ষরিত এই চুক্তি যেমন এক উল্লেখযোগ্য ভূমিকা নেবে, তেমনই তিস্তা জলবণ্টন চুক্তি ও স্থলসীমান্ত চুক্তি রূপায়নের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে৷ আমরা সবাই চাই ভারত-বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হোক৷ এই ই-মেলগুলো পাঠিয়েছেন নতুন দিল্লি থেকে বন্ধু সুভাষ চক্রবর্তী৷

আশা করি ভালোই আছেন৷ আপনারা অনুষ্ঠানে যেসব গান শোনান তার অনেক গান আমার কাছে ভালো লাগে৷ আচ্ছা, যে গানগুলি আপনারা বাজান তার ডাউনলোড লিঙ্ক দেয়া যায় কি? তাহলে ডাউনলোড করে শুনতে পারতাম৷ অমিত বসু, জননী রেডিও লিসেনার্স ক্লাব, তালা, সাতক্ষীরা৷

আজ সকালের অনুষ্ঠানে জামাতের তাণ্ডব সম্পর্কে মানবাধিকারকর্মী সুলতানা কামালের কথাগুলি গণতান্ত্রিক মনে হয়নি৷ অন্যদিকে, জামাত নেতা হামিদুর রহমান আজাদের কথা গণতান্ত্রিক মনে না হলেও একদম মন্দ মনে হয়নি৷ কেন না, শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সকল রাজনৈতিক দলেরই আছে৷ এই ই-মেলটি পাঠিয়েছেন শ্রোতাবন্ধু সাইফুল ইসলাম থান্দার, রাজশাহী থেকে৷

জার্মান জিপসিদের নিয়ে নানা তর্ক-বিতর্ক বিষয়ে পরিবেশনাটি বাতিক্রমধর্মী ছিল৷ আমার বিশ্বাস, জার্মান সরকার কোনো নাগরিকের প্রতি অন্যায় আচরণ করবে না৷ এ কথাই মনে করেন শ্রোতাবন্ধু শিপন৷

- অনেক অনেক ধন্যবাদ সকলকে ফেসবুক, ই-মেল, এসএমএস, ভয়েসমেল ও টেলিফোনের মাধ্যমে মতামত জানিয়ে আমাদের এভাবে সহযোগিতা করার জন্য৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন