‘হরতাল চাই না, শান্তি চাই’ | পাঠক ভাবনা | DW | 31.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘হরতাল চাই না, শান্তি চাই’

বাংলাদেশে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী৷ এই হরতাল প্রসঙ্গে আমাদের ফেসবুক পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, হরতাল পরিস্থিতি কেমন মনে হচ্ছে?

আমাদের এই প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার সন্ধ্যা অবধি এসেছে ২৫টি মন্তব্য৷ এদের অধিকাংশই হরতাল নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন৷ কেউ কেউ রাস্তায় বের হননি ভয়ে৷ আমাদের পাঠক মামুন রহমান যেমনটা লিখেছেন, ‘রাস্তায় বের হইনি, কারণ পুলিশ শিবির বলে আটক করতে পারে৷' সজলও বলেছেন একই কথা৷ তাঁর মন্তব্য, ‘ভয়ে বের হইনি, পুলিশ যদি শিবির বলে ধরে, যদিও বের হওয়া প্রয়োজন ছিল৷'

Jamaat-e-Islami Partei ruft zu Nationalstreik auf

জমায়াতের ডাকা হরতালের সময় সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন বগুড়ায়

আমাদের আরেক পাঠক হাসান তারিকের মন্তব্য, ‘বগুড়ায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় আজিজুল হক কলেজের শিবির নেতা আবু রুহানি ও জামায়াত কর্মী মিজানুর রহমান নিহত হয়েছেন৷'

জাহিদ আহমেদ বলছেন ভিন্ন কথা৷ তিনি জানিয়েছেন, তাদের এলাকায় পুলিশ পালিয়ে গেছে৷ অন্যদিকে সঞ্জয় কুমার পাল মজা করে লিখেছেন, ‘পরস্থিতি কেমন জানি না, তবে রাতে ডয়চে ভেলের খবর শুনে বুঝতে পারবো৷'

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ফুটে উঠেছে আসাদুজ্জামানের মন্তব্যে৷ তিনি লিখেছেন, ‘ভালো না, দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে৷' আর এনামুল হকের কথা হচ্ছে, ‘হরতাল দিয়ে কোন লাভ নেই৷ তাতে সাধারণ জনগণেরই ক্ষতি৷ এভাবে হরতাল দিয়ে সরকারকে শোধরানো যাবে না৷ হরতালের পরিবর্তে দাবি আদায়ের ফলপ্রসু কোন পদ্ধতি খুঁজে বের করতে হবে৷'

ধন্যবাদ বন্ধুরা, আপনাদের মতামত জানাতে ক্লিক করুন আমাদের ফেসবুকে

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন