1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ট্রাইবুনাল

২৪ মার্চ ২০১২

আগামীকাল রবিবার থেকে নতুন যুদ্ধাপরাধ ট্রাইবুনালের কাজ শুরু হবে৷ দু’বছর আগে একই দিনে শুরু হয়েছিল প্রথম ট্রাইবুনালের কাজ৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, আরও ৭-৮ জন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত চলছে৷

https://p.dw.com/p/14R0f
Jamaat-e-Islami former aamir Ghulam Azam facing charges of crimes against humanity landed in jail, pending legal procedures, after the International Crimes Tribunal (ICT) rejected his bail plea and asked authorities to put him behind bars on Wednesday. Foto: Harun Ur Rashid Swapan
Ghulam Azam sent to jailছবি: Harun Ur Rashid Swapan

আইনমন্ত্রী বলেন, চিফ প্রসিকিউটর চাইলে এক ট্রাইবুনাল থেকে মামলা আরেক ট্রাইবুনালে স্থানান্তর করতে পারবেন, এমন বিধান রেখে আইনের সংশোধন হচ্ছে৷

নতুন যুদ্ধাপরাধ ট্রাবুনালের প্রধান হলেন বিচারপতি এবিএম ফজলে কবির৷ আর অপর দু'জন সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান এবং শাহীনুল ইসলাম৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, রবিবার থেকে এই ট্রাইবুনাল কাজ শুরু করবে৷ এজন্য পুরো প্রস্তুতি রয়েছে৷ তিনি বলেন নতুন যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে তাদের বিচার এই ট্রাইবুনালে হবে৷ এছাড়া যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ উত্থাপন করা হয়েছে তাদের বিচারও এখানে করা যাবে৷ আইনমন্ত্রী জানান, চিফ প্রসিকিউটর যাতে এক ট্রাইবুনালের বিচার আরেক ট্রাইবুনালে স্থানানন্তর করতে পারেন সেজন্য আইনেরও সংশোধন করা হচ্ছে৷

Menschenkette in Dhaka gegen die Aburteilung von Kriegsverbrechern
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঢাকায় মানব বন্ধনছবি: DW

আইনমন্ত্রী জানান, ইতিমধ্যেই আরো ৭-৮ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ তদন্ত টিমের সূত্র অনুযায়ী তারা হলেন: মাওলানা একেএম ইউসুফ, মীর কাশেম আলি, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা এটিএম আজহারুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, খালেক মজুমদার, যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল ইসলাম এবং যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী মইনুদ্দিন৷ ব্যারিস্টার শফিক আহমেদ জানান, যারা দেশের বাইরে আছেন নিয়ম অনুযায়ী তাদের নোটিশ পাঠান হবে৷ হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার হবে৷

আইনমন্ত্রী জানান, নতুন ট্রাইবুনালের কারণে যুদ্ধাপরাধের মামলার বিচারে গতি আসবে৷ গতি আসবে তদন্তে৷ কারণ আরো নতুন প্রসিকিউর নিয়োগ দেয়া হবে৷ যুদ্ধাপরাধ ট্রাইবুনাল গঠন করার পর এপর্যন্ত আট জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়েছে৷ তাদের মধ্যে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে স্বাক্ষ্য গ্রহণ চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য