1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাইবুন্যাল

২৬ জানুয়ারি ২০১২

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলি আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইবুন্যাল৷ আগামী ২৩শে ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে৷

https://p.dw.com/p/13qBS
জামায়াতের চার নেতা (ফাইল ফটো)ছবি: Harun Ur Rashid Swapan

মুজাহিদের আইনজীবী বলেছেন, একাত্তরে মুজাহিদসহ জামায়াত নেতারা পাকিস্তানের পক্ষে ছিলেন সত্য৷ কিন্তু তারা মানবতা বিরোধী অপরাধ করেননি৷

আলি আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ১০৯ পৃষ্ঠার অভিযোপত্রে মোট ৩৪ ধরণের অপরাধের কথা জানিয়েছে প্রসিকিউশন৷এরমধ্যে আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা, ফরিদপুরে তার নির্দেশে ৫০ জনকে হত্যা, চর ভদ্রাসনে সংখ্যালঘুদের বাড়ি ঘর জালিয়ে দেয়াসহ ৫০/৬০জনকে হত্যার অভিযোগ অন্যতম৷ তাকে পাকিস্তান বাহিনীর সহযোগী উল্লেখ করে তাদের অপরাধের দোসর বলা হয়েছে৷ ট্রাইবুন্যাল এই অভিযোগ গ্রহণ করে আগামী ২৩শে ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ঠিক করেছেন৷ সাংবাদিকদের একথা জানান প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল৷

মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়৷ তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে ছিলেন সত্য৷ তবে কোন মানবতা বিরোধী অপরাধ

গত ১লা নভেম্বর তদন্ত সংস্থা মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে৷ ১১ই ডিসেম্বর প্রসিকিউশন অভিযোগ দাখিল করলে ট্রাইবুনাল তা সুবিন্যস্ত নয় বলে ফিরিয়ে দিয়ে সুবিন্যস্ত করে দাখিলের নির্দেশ দেন৷ বৃহস্পতিবার দাখিল করা অভিযোগ সুবিন্যস্ত হওয়ায় ট্রাইবুনাল তা গ্রহণ করলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদন: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য