‘বাংলাদেশ ফিরে পেলো সমুদ্রসীমা’ | পাঠক ভাবনা | DW | 15.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলাদেশ ফিরে পেলো সমুদ্রসীমা’

সকালের অনুষ্ঠানে বাংলাদেশকে দু’কোটি ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ ফিরে পেলো সমুদ্রসীমা - এ দু’টি সংবাদ পেলাম৷ পরের বিষয়টিতে ডা. দীপু মনির সাক্ষাৎকার ভালো লেগেছে৷

সমুদ্র যে কোনো দেশের জন্য মূল্যবান সম্পদ৷ মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘ দিন যে বিরোধ চলে আসছিলো, তাতে আন্তর্জাতিক আদালত বাংলাদেশের পক্ষে রায় দেওয়ায় আমরা সন্তুষ্ট৷ চ্যাম্পিয়ানস লিগে বায়ার্নের বিশাল জয়৷ সংস্কৃতি বিনোদনে শিল্পীর তুলিতে জাপানের সুনামি, সমাজ জীবনে চীনের রাজনৈতি বিষয়ক প্রতিবেদনটি আমার খুব ভালো লেগেছে৷ আপনাদের নিয়মিত শ্রোতা মো. রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

আশা ও বিশ্বাস ভাল আছেন বিভাগের সবাইকে নিয়ে৷ ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের পরিবারের প্রতি রইল আমাদের অকৃত্তিম শুভেচ্ছা ও ভালোবাসা৷ নিয়মিত ভাবে অনুষ্ঠান শুনতে পারছি না ঠিকই, কিন্তু তাই বলে ডয়চে ভেলের সঙ্গ একবারেই ছাড়ছি না৷ নিয়মিত ডয়চে ভেলের ওয়েবসাইট ক্লিক করে নানা ধরনের তথ্য সংগ্রহ করছি আমার ছোট্ট মোবাইল ফোনের মাধ্যমে৷ খুবই উপকৃত হচ্ছি৷ বিশেষ করে পড়াশোনার বিষয় আরো বেশি উপকার পাচ্ছি৷ যার জন্য ডয়চে ভেলেকে আসংখ্য ধন্যবাদ৷ শুভেচ্ছান্তে বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

Fussball Champions League Real Madrid vs. ZSKA Moskau

সিএসকএ মস্কো'কে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে রেয়াল মাদ্রিদ...

আশা করি ডয়চে ভেলে পরিবারের আপনারা সবাই ভাল আছেন৷ আবার ৩/৪ দিন যাবত আপনাদের অনুষ্ঠান এফএম তরঙ্গে শুনতে পারছি না৷ আজ সকালের অনুষ্ঠান ইন্টারনেটে এসে শুনলাম৷ যৌতুক নিয়ে মোনালিসা পর্বটি বেশ ভালো লাগলো৷ শুনলাম সুরের ভুবনও৷ আসলে অনুষ্ঠান এফএম-এ শুনতে পেলে ভীষণ ভালো লাগে৷ আর যখন তা শুনতে না পাই, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ুথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া৷

মোবাইলে অনুষ্ঠান খুব ভালো শুনতে পারছি৷ আপনাদের ওয়েবসাইটও দেখছি৷ ডিডাব্লিউ পরিবারে আমি নতুন৷ এবারের শ্রোতা সন্মেলনে বিধান দাদার উত্সাহে যোগদান করে আমার উত্সাহ আরো বেড়েছে৷ নতুন শ্রোতা হিসেবে আমাকে ডিডাব্লিউ পরিবারে গ্রহণ করে নেবেন৷ মো. জিয়া উদ্দিন, বি সি এ এস, বাড়ি নং-১০, ঢাকা৷

গতকাল সকালের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রাশিদা আমিন ও তাঁর দলবলের কথা জেনে খুব ভালো লাগলো৷ মুক্তিযুদ্ধকালীন তাঁদের কৃতিত্ত্বের অনেক কথাই আমাদের অজানা ছিলো৷ ডয়চে ভেলে মুক্তিযোদ্ধাদের কথা আমাদের জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ থেকে জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন