‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান ডয়চে ভেলে থেকেই পাওয়া’ | পাঠক ভাবনা | DW | 13.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান ডয়চে ভেলে থেকেই পাওয়া’

আমি সেই ৫ম শ্রেণি থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি৷ বর্তমানে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি৷ আপনাদের সাথে আমার সবচেয়ে বড় স্মৃতি হল আমার পিতার অকাল মৃত্যু৷

আপনাদের কাছে লেখাগুলি আব্বা পোস্ট আফিসে দিয়ে আসতেন৷ কিন্তু গত পাঁচ বছর আগে হঠাৎ স্ট্রোক হয়ে তিনি মারা যাওয়ায় আর চিঠি লেখা হয়নি৷ সমস্ত জীবনে একটা পরিবর্তন আসে৷ এরপর একদিন পড়াশোনা করার জন্য ঢাকায় আসি৷ এফএম-এ আপনাদের অনুষ্ঠান শুনে আমি এতো আনন্দিত হয়েছিলাম, যা আপনাদের বোঝাতে পারবোনা৷ আমাকে অনেকবার ডয়চে ভেলে অনুষ্ঠান সূচি পাঠিয়েছিল৷ আমি আপনাদের অনুষ্ঠান শুনলে কেমন যেন অতীতের মাঝে হারিয়ে যাই৷

আজ একটা কথা আপনাদের বলবো, বললে হয়তো আপনারা আশ্চার্য হবেন যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৭০ শতাংশ সাধারণ জ্ঞান আমার আপনাদের অনুষ্ঠান শুনেই হয়েছে৷ যার কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আপনাদের অনুষ্ঠান সম্পর্কে আগামী মেলে লিখব ইনশাআল্লাহ৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মো.সাইফুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়৷

বিশুদ্ধ জলের ব্যাপারে ভারতের সম্বন্ধে যে তথ্য প্রদান করলেন, অন্যান্য প্রদেশে জলের মান ভালো হলেও পশ্চিমবাংলায় জলের মান ভালো নয়৷ প্রথমত, আমরা এখানে গভীর নলকূপ বসাতে পারি না৷ সেজন্য অগভীর নলকূপ থেকে আমাদের পানীয় জল তুলতে হয়৷ জল পাত্রে কিছু সময় থাকার পর জলের রং বদলায় অর্থাৎ লালচে মতো দেখায়৷ এই জল কি পান করার যোগ্য? জলের গুনাগুণ সম্ভন্ধে বিস্তারিত আলোচনা ওয়েবসাইটে দেখতে পেলে বাধিত হব৷ আপনাদের সকলের কুশল কামনায়৷ সুহ্রিত বানের্জী, জৌগ্রাম, বর্ধমান৷

সালাম ও শুভেচ্ছা নেবেন৷ ক্লাব সদস্য ও আমি আপনাদের দোয়াই ভাল আছি৷ ভালো লাগা থেকেই হয় ভালোবাসা৷ যেমনটি আপনাদের আর আমাদের মধ্যে ঘটেছে৷ জীবনের প্রতিটা মুহূর্ত আজ প্রয়োজনীয় হয়ে উঠেছে, বেড়েছে মানুষের চাহিদা৷ সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ডয়চে ভেলে বাংলা বিভাগ৷ আর এই পথ চলার সঙ্গী আমরাও৷

আপনাদের ওয়েবসাইট আমাদের অসম্ভব ভালো লাগে৷ কেননা পুরো সাইট জুরে তথ্য৷ শুধু তাই নয়, ছবি ঘরগুলো ওয়েবসাইটকে প্রাণবন্ত করে তুলেছে৷ জার্মানিকে ঘিরে ছবিঘর আমাদের খুব ভালো লেগেছে৷ ব্লগ নিয়ে ফেসবুকে খোলাসা আলোচনা অসাধারণ ছিল৷ বিজ্ঞানের খবরগুলো তরুণ সমাজকে প্রাণবন্ত করে তোলে৷ আর তরুণরা যখন আপনাদের ওয়েবসাইট ভিজিট করে, তখন আপনাদের সাইট আরো প্রাণবন্ত হয়৷ ভবিষ্যতে মানুষকে পোকা মাকড় খেয়ে বাঁচতে হবে এমন প্রতিবেদন সত্যিই বিস্ময় কর৷

একটা বিষয় খেয়াল করলাম৷ আপনাদের ওয়েবসাইট মোবাইল'এ খুব ধীর গতিতে কাজ করে৷ কিন্তু কম্পিটারে খুব সুন্দর ও দ্রুত কাজ করছে৷ একটা প্রশ্ন করতে চাই আমাদের ক্লাব শ্রোতাদের ছবি ইমেইল যোগে পাঠালে তা কী আপনারা পাবেন? বগুড়াতে এফএম সম্পচার করা কী আদৌ সম্ভব? আশা দেবেন না পারলে জানাবেন৷ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিলাম৷ মো.শাহিনুর আলম, সভাপতি শান্তি বেতার শ্রোতা সংঘ, বড়চাপড়া, আলতাফনগর, বগুড়া৷

আশা ও বিশ্বাস ভালো আছেন বিভাগিও সকলে৷ ক্লাবের পক্ষ হতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ সামনে আমার এইচএসসি পরিক্ষা যার কারণে পড়াশোনার ভীষণ চাপ৷ সেজন্য নিয়মিতভাবে অনুষ্ঠান শুনতে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে পারছিনা৷ কিন্তু ওয়েবসাইট দেখতে কিছুতেই ভুল করছিনা৷ পড়াশোনার ফাঁকে ফাঁকে ওয়েবসাইটে ক্লিক করছি এবং পাচ্ছি দেশ বিদেশের নানা খবরাখবর৷ এই তো আজ বিজ্ঞান প্রযুক্তির পাতায় দেখলাম আমাদের পাশের জেলা যশোরের এম এম কলেজের ৩য় বর্ষের ছাত্রী মারজান আহমেদের আসাধারণ কৃতিত্ত্বের কথা৷ খুব ভালো লাগল এমন একজন দক্ষ ছাত্রীর কথা শুনে৷ ধন্যবান্তে বাপি দেবনাথ, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

আমি নতুন শ্রোতা৷ আমি ডয়চে ভেলে থেকে প্রচারিত সব পরিবেশনাই পছন্দ করি, যেমন মোনালিসা, চলতি ঘটনা, বিজ্ঞান ও প্রযুক্তি, ইনবক্স - সবই৷ বাংলা বিভাগের দীর্ঘায়ু কামনা করি৷ এবং সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি৷ মো.শাহীন আক্তার, উপশহর, রাজশাহী৷

আমি গত ২৪ তারিখ থেকে লক্ষ্য করছি ডয়চে ভেলের অনুষ্ঠান ইন্টারনেটে শোনা যাচ্ছেনা৷ যখন MP3 শনতে যাই তখন দেখায়, link on the REFERING PAGE৷ এর কারণ কি জানাবেন এবং সমাধানের চেষ্টা করবেন৷ ছবি খুঁজুন, পুরস্কার জিতুনের উত্তর পাঠিয়েছি, আশাকরি পুরস্কার পাবো৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ