1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যার ছবি

৬ অক্টোবর ২০১২

আল কায়েদার সাবেক শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবির মহরত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দু’দিন আগে৷ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এনজিসি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে এই তথ্য৷

https://p.dw.com/p/16LbM
ছবি: AP

বারাক ওবামার নির্বাচনি প্রচার অভিযানের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে গত মাসে নিউ ইংল্যান্ড-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব হার্ভে উইন্সটাইন৷ তিনি ওসামা বিন লাদেন হত্যার ঘটনা নিয়ে তৈরি ছবি ‘সিল টিম সিক্স: দ্য রেইড অন ওসামা বিন লাদেন' এর পরিবেশক হিসেবে কাজ করছেন৷ এনজিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান হাওয়ার্ড ওয়েন্স এবং উইন্সটাইন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন ৪ঠা নভেম্বর এই ছবির মহরত করার৷ মহরত প্রদর্শনীর পর ছবিটি চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট নেটফ্লিক্স-এ ছাড়া হবে৷

‘সিল টিম সিক্স' ছবিটি পরিচালনা করেছেন জন স্টকওয়েল৷ নাট্যধারায় মুক্তির জন্য ছবিটির প্রযোজনা করেছেন অস্কার বিজয়ী যুদ্ধের ছবি ‘দ্য হার্ট লকার' ছবির প্রযোজক নিকোলাস চার্টিয়ের৷ ইন্টারনেটে প্রকাশিত ছবিটির ট্রেলারে মূল চরিত্রগুলোকে বলতে শোনা গেছে, ‘আমরাই সেই দল যারা ওসামাকে শেষ করি' এবং ‘এই সাফল্যের উপর ভিত্তি করেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর নেতৃত্ব স্থিতিশীল করতে যাচ্ছেন'৷

Barack Obama verkündet Osama bin Ladens Tod
লাদেন হত্যার ঘোষণা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাছবি: dapd

উল্লেখ্য, ২০১১ সালের ২রা মে প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে মার্কিন নৌবাহিনীর বিশেষ দল নেভি সিল-কে ওসামা বিন লাদেনকে হত্যার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন৷ এরপরই পাকিস্তানি ভূখণ্ডে রাতের আঁধারে দুঃসাহসিক অভিযান চালিয়ে নেভি সিল বাহিনী ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার জন্য দায়ী আল কায়েদা নেতাকে হত্যা করে৷ ‘সিল টিম সিক্স' ছবিটিতে সেই ঘটনারই লোমহর্ষক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে৷

এ প্রসঙ্গে উইন্সটাইন বলেন, ‘‘সেই রাতে যা ঘটেছিল তার প্রতিচ্ছবি অত্যন্ত আলোড়িত করে৷ আমি মনে করি, ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে যেভাবে আটকে রেখেছিল, দর্শকদেরকেও একইভাবে ধরে রাখবে৷ এছাড়া অ্যামেরিকার অতিসাম্প্রতিক ইতিহাসের এমন একটি প্রতিচ্ছবি যতোবেশি সম্ভব ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরে আমি গর্ব বোধ করছি৷''

এএইচ / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য