‘ডিডাব্লিউ’র ওয়েবসাইট না দেখলে ভালো লাগেনা’ | পাঠক ভাবনা | DW | 30.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডিডাব্লিউ’র ওয়েবসাইট না দেখলে ভালো লাগেনা’

শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের ওয়েবসাইট বার বার ভিজিট করতে মন চায়৷ চলমান ঘটনাবলী বিশ্ব পরিস্থিতি খুব সহজে জানতে পারছি, জানতে পারছি মিয়ানমার পরিস্থিতি নিয়ে অনেক কিছু৷

খালেদা জিয়ার সঙ্গে মনমোহনের বৈঠকের নানা কথা জানলাম৷ এছাড়া মধ্যপ্রাচ্যের নানান ট্র্যাজেডি ছবিসহ দেখতে পাচ্ছি, জানতে পারছি৷ এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা মহোদয়কে জানাই অসংখ্য ধন্যবাদ৷ ডা.এসএমএ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর পাবনা থেকে লিখেছেন৷

আগামীকাল, অর্থাৎ ৩১শে অক্টোবর দক্ষিণ দিনাজপুরের নিয়মিত শ্রোতাবন্ধু রতন কুমার পালের ছেলে রিমিলের চার বছর পূর্ণ হচ্ছে৷ তাই রতন কুমার পাল গতকাল টেলিফোনে তাঁর ছেলের জন্মদিনে উপলক্ষে ডয়চে ভেলের সবাইকে দাওয়াত দিয়েছেন এবং আমাদের আশীর্বাদ চেয়েছেন৷

বাংলা বিভাগের সবার পক্ষ থেকে রইলো রিমিলের জন্য অনেক অনেক আশীর্বাদ৷ রিমিলের সুন্দর জীবন কামনা করছি এবং আশা করছি সেও বড় হয়ে বাবার মতো ডয়চে ভেলের একজন ভক্ত হয়ে উঠবে৷

‘২০ হাজার দুঃস্থ পরিবারের জন্য গণ-কোরবানি' – কিশোরগঞ্জে একক ব্যবস্থাপনায় ২০ হাজার দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে৷ জার্মানিভিত্তিক ইউরোপিয়ান তুর্কি অর্গানাইজেশন এবং ইউনাইটেড কাউন্সিল টু রিফর্ম দ্যা নেশন-এর সহায়তায় কিশোরগঞ্জ আল-আযহার ফাউন্ডেশন যশোদল নূরানী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে ঈদের দিন শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত তিন দিনব্যাপী এ গণ-কোরবানির আয়োজন করে৷ গণ-কোরবানিতে মোট সাড়ে চারশো গরু কোরবানি প্রদান করা হয়৷ গতকাল সোমবার দুপুরে আল-আযহার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও যশোদল ইউপির চেয়ারম্যান মো. শামছুল হুদার সভাপতিত্বে গণ-কোরবানির মাংস বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷

এসময় সদর উপজেলা চেয়ারম্যান ডা. মো. আবদুল হাই, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাকার মো. আসাদউলস্নাহ, ইউরোপিয়ান তুর্কি অর্গানাইজেশন চেয়ারম্যান ঈসমাইল সেনিক, ইউনাইটেড কাউন্সিল টু রিফর্ম দ্যা নেশন চেয়ারম্যান মো. আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ ২০ হাজার দুঃস্থ পরিবারের প্রত্যেকে সুশৃঙ্খলভাবে পরিবারপিছু দেড় কেজি করে কোরবানির মাংস সংগ্রহ করেন৷ আয়োজক সূত্র জানায়, গত প্রায় ১৫ বছর যাবত এ এলাকায় তারা এ ধরনের বৃহৎ পরিসরে দুঃস্থদের জন্য কোরবানির আয়োজন করে যাচ্ছেন৷ এই খবরটি জানিয়েছেন আমাদের পুরনো বন্ধু আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন