1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টরেসকে বাদ দিলেন দেল বস্কে

Sanjiv Burman১৭ মার্চ ২০১৩

স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কে ফিনল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে ফের্নান্দো টরেসকে বাদ দিচ্ছেন৷ একজন স্ট্রাইকারের পক্ষে ফর্মের এ ধরনের ওঠাপড়া নাকি দ্বিধার সৃষ্টি করেছে, বলেছেন দেল বস্কে৷

https://p.dw.com/p/17yyh
ছবি: AP

টরেস ২০১১ সালে লিভারপুল থেকে চেলসিতে যাওয়ার পর থেকেই তাঁর ফর্ম নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ কাজেই তিনি স্পেনীয় দলের অ্যাটাকের মাথা হওয়ার মতো অবস্থায় কিনা, তা নিয়ে দেল বস্কের দ্বিধা বোধগম্য৷

স্পেনের আগের তিনটি কোয়ালিফায়ারে টরেসকে দলে রাখা হয়েছিল বটে, কিন্তু তিনি ঐ তিনটি খেলার মাত্র একটিতে মাঠে নেমেছিলেন, এবং তাও দেরিতে৷ খেলাটা ছিল গত অক্টোবরে ফ্রান্সের বিরুদ্ধে, যা শেষমেষ ড্র হয়৷

Fußball Euro 2008 Finale Deutschland Spanien Torres Tor
ফের্নান্দো টরেসছবি: AP

দেল বস্কে কূটনীতিক সুলভ ভাষায় বলেছেন, টরেস যে শতকরা একশো ভাগ দিতে পারবেন, দেল বস্কে সেটা মনে করেন না এবং সেই কারণেই তিনি টরেসকে দলে রাখেননি৷ টরেসের ফর্মের ওঠাপড়ার ফলে নাকি তিনি নিরাপদ বোধ করেননি৷

বিকল্প তো আছেই

স্পেন সম্ভবত ডেভিড ভিয়াকেই সামনে রাখবে, যিনি স্পেনের হয়ে চিরকালের টপ স্কোরার৷ বিকল্প হিসেবে থাকবেন সেভিয়া'র ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো৷ এছাড়া দেল বস্কে মিডফিল্ডার চেস্ক ফাব্রেগাস'কে তথাকথিত ‘‘ভুয়ো ন'নম্বর জার্সিধারী'', অর্থাৎ মেকি সেন্টার-ফরোয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন, যা ফাব্রেগ্রাস গত বছরের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ছিলেন৷ যাই হোক, ‘‘অ্যাটাকে আমাদের হাতে যথেষ্ট বিকল্প আছে,'' বলেছেন দেল বস্কে৷

স্পেনের গোলে থাকেন ক্যাপ্টেন ইকার ক্যাসিয়াস৷ এবার তিনি ইনজিওর্ড৷ বিকল্প হিসেবে ভিক্টর ভাল্ডেস কিংবা পেপে রাইনার নাম শোনা যাচ্ছে৷ ফিটনেসের সমস্যা থাকায় অভিজ্ঞ ডিফেন্ডার কার্লেস পুইয়ল'কেও বাদ দিচ্ছেন দেল বস্কে৷ অপরদিকে বার্সেলোনা তথা স্পেনের খেলার প্রাণভ্রমরা সাবি অ্যার্নান্দেসের পায়ের চোট সত্ত্বেও তাঁকে ২৪ জনের দলে রাখা হচ্ছে৷ দেল বস্কে নিজেই বলেছেন, সাবি হয়ত ২২শে মার্চ গিজনে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না, কিন্তু তার চারদিন পরে প্যারিসে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে পারবেন বলে দেল বস্কে আশা করেন৷

ফের্নান্ডো টরেস, কার্লেস পুইয়ল এবং জাভি মার্টিনেজকে বাদ দিয়েছেন দেল বস্কে৷ তার বদলে তিনি ডাক দিয়েছেন ম্যানচেস্টার সিটির জাভি গার্সিয়া, আর্সেনালের নাচো মনরেয়াল এবং মালাগার সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় ইস্কোকে, যে ইস্কোর কল্যাণেই মালাগা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরেছে৷

এসি/এসবি (এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য