1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন্স লিগ

১৪ মার্চ ২০১৩

একটি গোলই কাল হলো আর্সেনালের জন্য৷ আগে নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা৷ জার্মানির দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বায়ার্ন৷

https://p.dw.com/p/17x9s
ছবি: picture alliance/AP Photo

এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগকে নিশ্চয়ই ভুলে যেতে চাইবে ইংল্যান্ডের ক্লাবগুলো৷ ১৯৯৫-৯৬ মৌসুমের পর এই প্রথম তাদের কোনো ক্লাবই এ আসরের শেষ আটে উঠতে পারলো না৷ গত আসরের চ্যাম্পিয়ন চেলসি ব্যর্থতার জঘন্য এক নজির রেখেছে প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পরেরবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে৷

ক'দিন আগে রেয়াল মাদ্রিদের কাছে হেরে ম্যানচেস্টার ইউনাইটেড বিদায় নেয়ায় ব্রিটিশদের শেষ ভরসা হয়ে কোনোরকমে টিকে ছিল আর্সেনাল৷ প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় বায়ার্নের বিপক্ষে বুধবার প্রায় অসম্ভবকে সম্ভব করতে হতো৷ জিতলেও হবেনা, বায়ার্নের তিনটি ‘অ্যাওয়ে গোল'-এর সুবিধাকেও মুছে দিতে হবে- এমন লক্ষ্যের কাছাকাছি যে আর্সেনাল যেতে পারবে ম্যাচের আগে তাদের কোচ আর্সেন ওয়েঙ্গারও আশা করেছিলেন কিনা সন্দেহ৷

Champions League FC Bayern München - FC Arsenal
হেরেও কোয়ার্টারে গেল বায়ার্নছবি: AFP/Getty Images

কিন্তু বুধবার ম্যাচ শুরুর দু মিনিট পরই গানার্স সমর্থকদের আনন্দ নৃত্যের প্রথম উপলক্ষ্য এনে দেন অলিভার জিরু৷ ওয়ালকটের নিচু ক্রস খুঁজে পায় তাঁকে, কাছ থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়াতে কোনো অসুবিধাই হয়নি ফরাসি স্ট্রাইকারের৷ এই গোল নাড়িয়ে দেয় বায়ার্নকে৷ সমতা ফেরাতে অনেক আক্রমণ করেছে তারা, কিন্তু গোল পায়নি একটাও৷ বরং ৮৬ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের আতঙ্কও পড়েছিল৷ ব্যবধান ৩-০ করলেই ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে পারতো আর্সেনাল৷ সেখানে শিকে কার ভাগ্যে ছিঁড়তো কে বলতে পারে! সৌভাগ্য বাভারিয়ানদের যে বার দুয়েক বেশ কাছাকাছি গেলেও পরম আরাধ্য সেই গোলের দেখা আর পায়নি আর্সেন ওয়েঙ্গারের দল৷ গত অক্টোবরের পর এই প্রথম হার, বায়ার্নের সৌভাগ্যই বলতে হবে যে এ হার তাদের বিদায়ের পথ না দেখিয়ে করে দিয়েছে কোয়ার্টার ফাইনালের আগে সব ভুলত্রুটি ঠিক করে নেয়ার সুযোগ৷

বুধবার আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল মালাগা আর এফসি পোর্তো৷ প্রথম লেগে পর্তুগালের পোর্তো৷ জিতেছিল ১-০ গোলে৷ কিন্তু এ ম্যাচে ২-০ গোলে হেরে বসে তারা৷ সুবাদে ২-১ গোল পার্থক্যের সুবিধা নিয়ে স্পেনের ছোট দল মালাগাও উঠে গেছে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরের কোয়ার্টার ফাইনালে৷

এসিবি/এসবি (এএফপি, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য