1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র

১৬ মার্চ ২০১৩

শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে উয়েফার মুখ্য কার্যালয়ে ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে কোন দল কার বিরুদ্ধে খেলবে, তার ‘ড্র’ হল৷ উত্তেজনা বাড়ছে এবং আগামীতে আরো বাড়বে৷

https://p.dw.com/p/17yhm
ছবি: picture-alliance/dpa

বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে জুভেন্টাসের, যারা এখন উঠতি৷ ওদিকে বার্সেলোনার ধাক্কা সামলাতে হবে হালে ডেভিড বেকহ্যামের ক্লাব পারি স্যাঁ-জামাঁ'কে৷

বায়ার্ন গতবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারে চেলসি'র কাছে৷ এবার তারা জুভেন্টাসকে পেয়েছে বটে, কিন্তু সেই জুভেন্টাসও ইটালির সেরিয়ে আ'র চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামছে৷ যদিও তারা দীর্ঘ সাত বছর পরে আবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের মুখ দেখছে৷

বায়ার্নের হর্তাকর্তারাও সেটা জানেন৷ তাই বায়ার্নের মুখ্য কার্যনির্বাহী কার্ল-হাইনৎস রুমেনিগে সাংবাদিকদের বলেছেন: ‘‘এটা আমাদের পক্ষে স্বপ্নের বাছাই নয়৷ পরিসংখ্যান অনুযায়ী জুভেন্টাসের বিরুদ্ধে আমাদের অভিজ্ঞতা খুব সুখকর নয়৷ কাজটা শক্ত হবে এবং সেমিফাইনালে পৌঁছতে আমাদের দু'টো ভালো দিন লাগবে৷ ফার্স্ট লেগে ১-০ কি ২-০ গোলে জিততে পারলে, সেটা আমাদের পক্ষে আদর্শ হবে৷''

Champions League-Pokal
এই কাপের জন্য লড়াই হবেছবি: picture-alliance/dpa

বায়ার্নের কোচ ইউপ হাইনকেস বলেছেন: ‘‘ওদের সত্যিকারের ক্যালিবার আছে৷ জুভেন্টাস সত্যিই খুব মুশকিলের প্রতিপক্ষ৷ আমরা ওদের খুব ভালোভাবে চিনি৷ বর্তমানে ওরা ইটালির সেরা দল, ডিফেন্সে খুবই স্ট্রং, অ্যাটাকে অনেক গুণাগুণ৷'' অন্যদিকে জুভেন্টাসের পরিচালক পাভেল নেডভেড'এর মতে বায়ার্ন হল সবচেয়ে কঠিন দলগুলির মধ্যে একটি৷

বার্সা বনাম পিএসজি

ফার্স্ট লেগে বার্সেলোনাকে যেতে হবে ফ্রান্সে, পিএসজি'র সঙ্গে খেলতে৷ অবশ্য বার্সার – এবং লিওনেল মেসির – ফর্ম তথা ভবিষ্যৎ নিয়ে যাবতীয় গাঁইগুঁই এক ধাক্কাতে বন্ধ হয়ে গিয়েছে বার্সেলোনা এসি মিলান'কে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর৷ র্পি-কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে ঐ বার্সাই মিলানে গিয়ে ২-০ গোলে হেরে এসেছিল৷

সাধে কি পিএসজি'র স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দো বলেছেন: ‘‘খুবই মুশকিলের ড্র৷ আমি শুধু ওদের (মানে বার্সার) শেষ খেলাটার কথাই ভাবছি না৷ বরং ওরা বিগত কয়েক মরশুমে কি অর্জন করেছে, সে কথাই ভাবছি৷'' আর পিএসজি'র কোচ কার্লো আন্দ্রেয়ত্তি বলেছেন: ‘‘বার্সেলোনার সঙ্গে খেলতে দারুণ লাগবে৷ আমি খুবই খুশি, কিন্তু কাজটা অতি শক্ত হবে৷ বার্সার প্রচুর অভিজ্ঞতা, গুণগত উৎকর্ষ এবং আস্থা আছে, কিন্তু পিএসজি'র এগিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে৷ আমাদের গোটা ১৮০ মিনিট জুড়ে খেলে যেতে হবে৷''

বাকি দু'টো কোয়ার্টার ফাইনালে রেয়াল মাদ্রিদ খেলবে তুরস্কের গালাতাসারাই'এর বিরুদ্ধে৷ ওদিকে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড খেলবে স্পেনের মালাগা'র বিরুদ্ধে৷ ডর্টমুন্ডের স্পোর্টস ডাইরেক্টর মিশায়েল সর্ক বলেছেন, ‘‘বার্সেলোনা, রেয়াল কিংবা বায়ার্নের বিরুদ্ধে খেলার চেয়ে এটাই ভালো৷''

কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের খেলাগুলো হবে দোসরা ও তেসরা এপ্রিল; সেকেন্ড লেগের খেলা ৯ই ও ১০ই এপ্রিল৷

এসি / এসবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য