1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরপ্রদেশে মায়াবতী সরকার বনাম কংগ্রেস

২৭ জুন ২০১১

উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়ার অভিযোগে মায়াবতী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিরোধী দলগুলি৷ আর কংগ্রেস নিষেধাজ্ঞা অমান্য করে ন্যায়যাত্রা মিছিল বের করলে, লাঠিচার্জ করে পুলিশ৷ গ্রেপ্তার হন রাজ্য কংগ্রেস সভানেত্রী৷

https://p.dw.com/p/11kEg
বিরোধীদের চাপের মুখে মায়াবতীছবি: UNI

উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা একেবারে ভেঙ্গে পড়েছে - এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির৷ হালে একের পর এক খুন, ধর্ষণ, কৃষকদের ওপর গুলিবর্ষণ ইত্যাদি ঘটনা তারই জলন্ত নমুনা৷ শুধুমাত্র গত দু'সপ্তাহেই ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ যার মধ্যে আছে দলিত কিশোরী ও মহিলা৷

কংগ্রেস পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করলে, পুলিশ প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা জারি করে৷ ন্যায়যাত্রা নামের ঐ প্রতিবাদ মিছিল নিষেধাজ্ঞা অমান্য করলে, পুলিশ মিছিলের ওপর লাঠিচার্জ করে৷ আটক করে প্রদেশ কংগ্রেস সভানেত্রী রীতা বহুগুনাকে৷ মিছিল কভার করতে গিয়ে কিছু সাংবাদিক আহত হন৷ মায়াবতী প্রশাসনকে ফ্যাসীবাদী অভিহিত করে রীতা বহুগুনা বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ বন্ধ করতে পারেনা কোনো সরকার৷ মায়াবতী প্রশাসনের সেই চেষ্টা হাস্যকর৷

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মায়াবতী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন৷ কড়া হাতে এর মোকাবিলা করার নির্দেশ দেন৷ পাশাপাশি একথাও বলেন যে, খুন ও ধর্ষণের ঘটনা অন্য রাজ্যেও হয়৷ কংগ্রেস শাসিত মহারাষ্ট্র তার উদাহরণ৷ কাজেই শুধু উত্তরপ্রদেশ এককভাবে চিহ্নিত করা অন্যায়৷ এইসব দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে কংগ্রেস রাজনীতি করছে বলেন তিনি৷ উত্তরপ্রদেশের একটি নাবালিকাকে ঘর্ষণের চেষ্টায় বাধা দিতে গেলে কিশোরীর দুটো চোখ নষ্ট করে দেয় দুষ্কৃতিরা৷ সে এখন দিল্লিতে চিকিৎসাধীন৷ রাহুল গান্ধী আজ মেয়েটিকে দেখতে যান৷

Mayawati
নিজেকে নিয়েই ব্যস্ত মায়াবতীছবি: DW

চিকিৎসা বিভাগের দুর্নীতির ঘটনা ফাঁস করায়, খুন হন রাজ্যের চিফ মেডিক্যাল অফিসার বি.পি সিং৷ জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থ নয়ছয় করার ঘটনায় ডেপুটি মেডিক্যাল অফিসার যোগেন্দ্র সাচানকে সরিয়ে দেয়া হয়৷ বিরোধীদের অভিযোগ শাসক দলের এক বড় নেতাকে বাঁচাতে সাচানকে খুন করা হয়৷ জেলবন্দি থাকাকালিন রহস্যজনকভাবে তিনি মারা যান৷ কেউ বলছেন তিনি আত্মহত্যা করেন৷

পাশাপাশি উত্তরপ্রদেশের ভাট্টা-পারসোল গ্রামে কৃষক আন্দোলনের সময় মহিলারা ধর্ষণের শিকার হয়েছিল বলে কংগ্রেস সম্পাদক রাহুল গান্ধী মায়াবতী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তা খারিজ করে দেয় জাতীয় মানবাধিকার সংগঠন৷

মোটকথা আগামি বছর উত্তরপ্রদেশ বিধানসভার ভোট৷ এসময় শাসকদলকে বেকায়দায় ফেলা প্রচলিত রাজনৈতিক কৌশল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান