1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তরপ্রদেশের মায়াবতী সরকারের ওপর আদালত অবমাননার নোটিশ

৬ অক্টোবর ২০০৯

উত্তরপ্রদেশের শাসকদল বিএসপির নেতাদের বিতর্কিত স্মৃতিসৌধ নির্মাণের ওপর আদালতের স্থগিতাদেশ অমান্য করায় ভারতের সুপ্রিম কোর্ট মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে আদালত অবমাননার কারণ দর্শাবার নোটিশ দিয়েছেন৷

https://p.dw.com/p/K0Gz
মায়াবতী (ফাইল ফটো)ছবি: AP

প্রায় আড়াই হাজার কোটি টাকা সরকারি অর্থব্যয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে মায়াবতী সরকার শাসক দলের নেতাদের স্মৃতিসৌধ নির্মাণ শুরু করলে সুপ্রিম কোর্ট তার ওপর স্থগিতাদেশ জারি করেন৷ মায়াবতী সরকার আদালতের আদেশ মেনে চলা হবে বলে হলফনামা দিয়েও ভেতরে ভেতরে নির্মাণ চালিয়ে যায়৷ এর প্রেক্ষিতে, সুপ্রিম কোর্ট মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবকে আদালত অবমাননার কারণ দর্শাবার নোটিশ দিয়ে বলেছেন, তিনি যেন আগামী ৪ঠা নভেম্বর আদালতে উপস্থিত হয়ে স্মৃতিসৌধ নির্মাণ সংক্রান্ত বিযয়ে মায়াবতী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য, হলফনামা দিয়েও নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অর্থ, আদালতের চোখে ধুলো দেবার চেষ্টা৷ এই ধরণের রাজনীতি মায়াবতী সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে করতে পারেন, কিন্ত আদালত তার প্রতিপক্ষ নয়৷

রাজ্য সরকারের তরফে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ বহির্ভূত স্থানেই কেবল নির্মাণ কাজ চলে৷ বাদিপক্ষের কৌঁশুলি বলেন, আদালতের চোখে ধুলো দেবার জন্য নির্মাণস্থলকে ২৪টি ভাগে ভাগ করা হয়, যাতে নির্মাণ কাজ অব্যাহত রাখা যায়৷ সুপ্রিম কোর্টের এই আদেশে মায়াবতী সরকার এক বড় রকম ধাক্কা খেল৷ মিথিলেশ কুমার সিং সরকারি অর্থ ব্যয়ে দলীয় নেতাদের স্মৃতিসৌধ নির্মাণের বিরুদ্ধে এক জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন৷ কংগ্রেস ও বিজেপি আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক