1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বর্ণপদক ফেরত

৪ অক্টোবর ২০১৪

এশিয়ান গেমসে টাই চিয়াও শুয়েনের জয় করা স্বর্ণ পদকটি ফেরত দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া৷ ডোপিং টেস্টে উত্তীর্ণ না হওয়ায় ফেরত দিতে হচ্ছে পদকটি৷ যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল সে দেশ৷

https://p.dw.com/p/1DPRI
Tai Cheau Xuen
ছবি: AFP/Getty Images/B. Ismoyo

খেলাধুলা বিষয়ক সালিশি আদালত সিএএস-এ আপিল করেছিলেন টাই৷ দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে দ্রুত শুনানি শেষে সে আপিল বাতিল করে দিয়েছে আদালত৷

সিএএস-এর এই সিদ্ধান্ত আপাতত মেনে নিয়েছে মালয়েশিয়া৷ দেশটির যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রী খায়রি জামালউদ্দিন বলেছেন, মালয়েশিয়া আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছে৷ তবে এর অর্থ এই নয় যে আমরা ডোপিং টেস্টের প্রক্রিয়া নতুন খুশি এবং সন্তুষ্ট৷

ডোপিং টেস্টের বর্তমান প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘‘এই প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটি রয়েছে৷ আমরা অলিম্পিক কাউন্সিল এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াকে এই ব্যাপারে লিখবো৷''

মালয়েশীয় নারী ক্রীড়াবিদ টাই এশিয়ান গেমসের ‘উশু' বা মার্শাল আর্টে স্বর্ণপদক জয় করেন গত ২০ সেপ্টেম্বর৷ কিন্তু এরপর ডোপিং টেস্টে তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত মাদকের উপস্থিতি ধরা পড়ে৷ ফলে এশিয়ান গেমস কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ করে এবং তাঁর স্বর্ণ পদকটিও ফেরত দিতে বলা হয়৷

তবে মালয়েশিয়া শুরু থেকেই টাই-এর পক্ষে রয়েছে৷ বরং ডোপিং টেস্টে ভুল করা হয়েছে বলে দাবি সে দেশের৷ দক্ষিণ কোরিয়ায় মালয়েশিয়ার ‘চিফ অফ মিশন' ডানিয়েল বালাগোপাল বলেন, মেয়েটির জন্য আমার দুঃখ হচ্ছে৷ তার প্রতারণা করার কোনো ইচ্ছা ছিল বলে আমার মনে হয় না৷

উল্লেখ্য, এশিয়ান গেমস থেকে পাঁচ ক্রীড়াবিদ ডোপিং টেস্টে উত্তীর্ণ না হওয়ায় বাদ পড়েছেন৷ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া জানিয়েছে, চলতি বছর ইনচন গেমসে অংশ নেয়া সাড়ে নয় হাজার ক্রীড়াবিদের মধ্যে রেকর্ড সংখ্যক ১,৯০০ জনের ডোপিং টেস্ট করা হয়েছে৷

এআই / এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য