‘ঈদের দিন খবরটা শুনে মন খারাপ হয়ে গেলো' | পাঠক ভাবনা | DW | 31.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ঈদের দিন খবরটা শুনে মন খারাপ হয়ে গেলো'

সাপ্তাহিক অন্বেষণ কুইজে আইপড পুরস্কার চালু হওয়ার পর থেকে অসংখ্য পাঠক বন্ধুদের আইপড দিয়েছেন এবং তাদের অনেকেই পুরনো বন্ধু৷ এমন মন্তব্য পাঠক বন্ধু রাজীব কুমার মন্ডলের৷

নাটোরের এই বন্ধুর ইমেলের পরের লাইনগুলো এরকম, ‘‘...অথচ ঈদের দিনের ‘পাঠক ভাবনা' পাতাটি দেখে লিখছি যে, ভাবতে অবাক লাগে, মাত্র কয়েকজন বন্ধু আপনাদের ঈদ শুভেচ্ছা জানিয়েছে! অথচ দেখা যায় মতামত পাঠানোর নামে কোনো চিন্তাভাবনা নাই বরং আইপডের অনুরোধে বারবার ইমেল পাঠানো সহ নামে বেনামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে৷ বেশ কয়েক বছর আগের কথা, যা এখন মনে বেশ নাড়া দেয়৷ যেমন ঈদ কিংবা দূর্গাপুজোতে ডয়চে ভেলে রেডিও অনুষ্ঠানের জন্য আমাদের বিশেষ টেলিকনফারেন্সের আয়োজনের কথা৷ পরিশেষে পাঠক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আগের মতোই ডয়চে ভেলের সাথে থাকুন৷''

-ধন্যবাদ ভাই রাজীব আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য৷ তবে ঈদের শুভেচ্ছা জানানোর সাথে কুইজে বিজয়ী হওয়ার কোনো সম্পর্ক নেই৷ আর ফেসবুকে যে নামেই কেউ কুইজে অংশগ্রহণ করুক না কেন পুরস্কার পাঠানোর জন্য বিজয়ী বন্ধুকে তাঁর সঠিক নাম, ঠিকানা আমাদের কাছে পাঠাতেই হয়৷ কাজেই আমাদের মনে হয় এনিয়ে আলোচনা করার তেমন কোনো যুক্তি নেই৷

Bildergalerie Kinder Spielplätze im Irak

ঈদে শিশুদের আনন্দ


পাঠক প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান থেকে লিখেছেন, ‘‘আজ ‘ঈদ নয়, অনশন করছেন তাঁরা' শীর্ষক প্রতিবেদন থেকে জানলাম বাংলাদেশে তুবা গ্রুপ নামের পোশাক কারখানার ১,৬০০ শ্রমিক ঈদের বেতন, বোনাস না পেয়ে ঈদের দিন অনশন কর্মসূচি পালন করেন বাড্ডায় কারখানা ভবনের সামনে৷ বেতন, ভাতা না পাওয়া পর্যন্ত তাঁরা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন৷ এই সব খবর ঈদের দিনে শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো৷ প্রতিবেদনটিতে জানলাম এবারের ঈদে কারখানার শ্রমিক ঈদের বেতন, ভাতা পাননি৷ কারখানার মালিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মালিকরা ঈদের আগে ২৬ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু সেকথা মালিক রাখেনি৷ ঢাকার বাড্ডার তুবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন৷ মঙ্গলবার ঈদের দিনও তাঁদের কেটেছে কারখানার সামনে অনশনে৷ আগামী দিনগুলি শ্রমিক-মালিক পক্ষ সব সমস্যা থেকে যেন মুক্তি পায়৷ আর এই প্রতিবেদনে আটটি ছবিসহ ছবিঘর দেখে আমার দারুণ লাগলো৷ ধন্যবাদ আপনাদের সকলকে সুন্দর সুন্দর প্রতিবেদনের জন্যে৷ ভালো থাকবেন৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন