‘আমার একটি আইপডের বিশেষ শখ' | পাঠক ভাবনা | DW | 28.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমার একটি আইপডের বিশেষ শখ'

ইন্টারনেটে আমরা আপনাদের সকাল ও রাতের অনুষ্ঠানগুলো শুনছি৷ আমাদের ক্লাবের অনেকেই তাঁদের মোবাইল ইন্টারনেটে আপনাদের অনুষ্ঠানগুলো শুনছেন৷ আপনাদের ওয়েবসাইটও প্রতিদিন দেখি আমরা৷

The newest version of the iPod Nano was on display following a special event held in San Francisco, California, USA, 09 September 2008. Apple CEO Steve Jobs also announced the newest version of the iPod Touch. EPA/MONICA M. DAVEY +++(c) dpa - Bildfunk+++

USA Elektronik Apple neuer iPod Nano in San Francisco vorgestellt

গত কয়েকদিনে বেশ কিছু ভাল প্রতিবেদন আমরা শুনেছি৷ যেমন জলবায়ু পরিবর্তনের কারণে মেক্সিকোতে খরা, বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে করা প্রতিবেদন এবং কিছু খেলার খবর আমাদের ভাল লেগেছে৷ - রতন কুমার পাল, অলোক চান্দা, হারুন মন্ডল, আসগর আলি, রেডিও লিসেনার্স ক্লাব৷ ডাকঘর দৌলতপুর, জেলা দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত৷

প্রিয় ডয়চে ভেলে, আমার শুভেচ্ছা নেবেন৷ আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি, ওয়েবসাইট দেখছি এবং কুইজে নিয়মিত অংশগ্রহণও করছি৷ কিন্তু দুঃখের বিষয় হল, কিছুতেই পুরস্কার মিলছে না৷ আমার একটি আইপডের বিশেষ শখ৷ তাই অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই৷ - মো: মিজানুর রহমান, সূচনা সমাজ কল্যাণ সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ৷

২৭শে মার্চের রাতের অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করা বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা বিষয়ে প্রতিবেদনটি ভীষণ প্রাণবন্ত মনে হয়েছে৷ এছাড়া মার্কিন শিল্পী মারিয়া ক্যারির জন্মদিনে তাঁর পরিবেশিত ‘হিরো' নামের গানটি শুনে যথেষ্ট আনন্দ পেয়েছি৷ ‘মোনালিসা' অনুষ্ঠানে ১৯৭০ সালের নির্বাচনে জয়ী সাংসদ, মুক্তিযোদ্ধা রাফিয়া আক্তার ডলির মুক্তিসংগ্রামের দিনগুলির শিহরণ জাগানো অভিজ্ঞতার বর্ণনা সহ তাঁর জীবনের অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়েছে৷ অনুষ্ঠানটি শোনার মাধ্যমে তরুণ সমাজ অনেক বেশি উদ্দীপ্ত হবে বলে আমি বিশ্বাস করি৷ ফ্রিবুয়র চলচিত্র উৎসবে স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর'এর বাংলা ছবি ‘আহা!' প্রদর্শিত হচ্ছে৷ এই ছবির প্রেক্ষাপট প্রসঙ্গে পরিচালকের সাক্ষাৎকারটি ভাল লেগেছে৷ - বিশ্বনাথ মণ্ডল, সভাপতি, ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হড়হড়িয়া, পোঃ ইসলামপুর ৭৪২৩০৪, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত৷

সংকলক: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ