1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধদের উপর হামলা

৬ অক্টোবর ২০১২

কক্সবাজার এলাকায় বৌদ্ধ বসতি এবং বৌদ্ধ বিহারে হামলা এবং আগুনের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে৷ নষ্ট হয়েছে দেশের সুনাম৷ এই হামলা থেকে বৌদ্ধদের রক্ষায় ব্যর্থতার দায় কোনোভাবেই এড়াতে পারে না স্থানীয় প্রশাসন ও পুলিশ৷

https://p.dw.com/p/16LM7
ছবি: AFP/Getty Images

কক্সবাজারে রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়া এবং মহেষখালী এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান৷ তিনি এখনো কক্সবাজারেই অবস্থান করছেন৷ পরিদর্শনের পর তিনি ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, বৌদ্ধ বসতি এবং বৌদ্ধ বিহারে হামলা ও আগুনের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে৷ এই ক্ষতি পুষিয়ে নেয়ার নয়৷ বাড়ি-ঘর বা বিহার হয়তো ফের নির্মাণ করা যাবে৷ কিন্তু ঐতিহ্য আর ইতিহাসের যা ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়৷

তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে৷ তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশের ঐতিহ্যকে ভূলুন্ঠিত করা৷

আর এই হামলা থেকে বৌদ্ধ সম্প্রদায়কে রক্ষা করতে পারেনি পুলিশ এবং স্থানীয় প্রশাসন৷ তারা কোনোভাবেই তাদের ব্যর্থতার দায়-দায়িত্ব এড়াতে পারে না৷

তিনি বলেন, তাঁদের মধ্যে আস্থা এবং স্বস্তি ফিরিয়ে আনতে সময় লাগবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্রান্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রধানমন্ত্রীকে কাছে পেলে হয়তো তাঁরা আশ্বস্ত হতে পারবেন৷

প্রতিবেদন: হারুন উর রশিদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য