1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামনেস্টির সমালোচনা

৪ অক্টোবর ২০১২

কক্সবাজার এবং চট্টগ্রামে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ বসতিতে হামলার বিচার দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ আর আদিলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করলেই ন্যায় বিচার পাওয়া যাবে৷

https://p.dw.com/p/16JoY
ছবি: Reuters

অ্যামনেস্টি তাদের বিবৃতিতে বলেছে যে, গত শনিবার কক্সবাজারে রামুতে ৭টি বৌদ্ধ বিহার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়৷ আর বৌদ্ধ বসতিতে হামলা চালিয়ে ৩০টি বাড়ি এবং দেকানপাট পুড়িয়ে দেয়া হয়৷ এরপর উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে৷ তারা মনে করে, এই হামলার ঘটনায় বাংলাদেশের মুসলিম, অমুসলিম এ সুশীল সমাজ গভীরভাবে আহত হয়েছে৷ এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে তা বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে৷

পুলিশ প্রশাসন এই ঘটনায় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যা অ্যানেস্টিকে হতাশ করেছে৷ তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে৷ একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আবাসস্থল এবং উপসানলায় পুনর্নিমানের দাবি জানিয়েছে৷

অ্যামনেস্টির এই দাবিকে স্বাভাবিক বলেই মনে করে বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো৷ মানবাধিকার সংগঠন অধিকার-এর সেক্রেটারি আদিলুর রহমান খান ডয়চে ভেলেকে জানান যে, তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন৷ তদন্তের মাধ্যমে তারা নিশ্চিত হতে চান এই নারকীয় ঘটনার সঙ্গে কারা জাড়িত৷ তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ অসাম্প্রাদয়িক৷ তারা কোনভাবেই এর সঙ্গে যুক্ত থাকতে পারেনা৷

তিনি বলেন, এই ঘটনার ন্যায় বিচার নির্ভর করবে সুষ্ঠু তদন্তের ওপর৷ তিনি অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িত মুখচেনা অনেককেই পুলিশ এখনো গ্রেপ্তার করেনি৷

আদিলুর রহমান খান বলেন, সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য