1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের কাজ নিয়ে ‘বিতর্ক’

২৭ আগস্ট ২০১২

বাংলাদেশের এক বিচারপতির ব্যাপারে প্রধান বিচারপতিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে স্পিকারের দেয়া রুলিংকে হাইকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/15xLI
ছবি: AP

স্পিকারের এক বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গত ৫ই জুন৷ ফলে সংসদ আর বিচার বিভাগের মধ্যে বিতর্ক শুরু হয়৷ আর এর প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ রুলিং দেন ১৮ই জুন৷ স্পিকারের এই রুলিংকে চ্যালেঞ্জ করে ১৮ই জুলাই হাইকোর্টে রিট করেন আইনজীবী একেএম শফিউদ্দিন৷

সোমবার হাইকোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ তাদের পূর্ণাঙ্গ রায়ে স্পিকারের রুলিংকে অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করেন৷ রায়ে বলা হয়েছে, বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়ে স্পিকার যে রুলিং দিয়েছেন, তার কোন কার্যকারিতা নেই৷ যা সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়৷

আদালত তার রায়ে বলেছেন, সংবিধানে রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগের ক্ষমতা এবং কার্যপরিধি নির্দিষ্ট করে দেয়া আছে৷ সংসদের কাজ আইন প্রণয়ন করা, বিচার করা নয়৷

আদালতে রিট আবেদনকারীর পক্ষে যুক্তি তর্ক তুলে ধরেন ব্যারিস্টার আখতার ইমাম৷ তিনি বলেন, হাইকোর্ট এই রায়ে সংসদ এবং বিচার বিভাগের মধ্যে সাংঘর্ষিক অবস্থার যাতে সৃষ্টি না হয় তার জন্য একটি গাইড লাইন দিয়েছেন৷ সবাই যেন তার সীমার মধ্যে থেকে কাজ করেন৷

আদালতের একটি রায়ের সমালোচনা করে স্পিকার আব্দুল হামিদ বলেছিলেন, ‘‘আদালতের রায়ে জনগণ ক্ষুব্ধ হলে তারা বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে৷'' আর স্পিকারের এই বক্তব্যকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছিলেন ‘রাষ্ট্রদোহিতা এবং আদালত অবমাননার শামিল'৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য