1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইমপিচমেন্টের প্রস্তাব প্রত্যাহার

১৯ জুন ২০১২

হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ব্যাপারে ইমপিচমেন্টের প্রস্তাব প্রত্যাহার করে বিষয়টি প্রধান বিচারপতিকে নিষ্পত্তির ব্যাপারে রুলিং দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার৷

https://p.dw.com/p/15HNU
ছবি: DW/Harun Ur Rashid Swapan

গত ২৯শে মে হাইকোর্টের একটি রায় সম্পর্কে সংসদে মন্তব্য করেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ৷ আর তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্পিকারের কথাকে রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ বলে উল্লেখ করেন৷ আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ৷ সংসদ সদস্যরা বিচারপতিকে ইমপিচমেন্টের প্রস্তাব দেন৷ সোমবার সন্ধ্যায় স্পিকার এ ব্যাপারে জাতীয় সংসদে রুলিং দিয়েছেন৷

স্পিকার বলেন, একজন বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে সংসদ আর বিচার বিভাগের মধ্যে বৈরি সম্পর্ক তৈরি হতে পারেনা৷ তাই তিনি সংসদ সদস্যদের কঠোর না হওয়ার আহ্বান জানান৷ বলেন, ইমপিচমেন্টের প্রস্তাব প্রত্যাহার করতে৷

অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, বিচারপতি স্পিকারের পেশা এবং যোগ্যতা নিয়ে যে মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি৷ তিনি বলেন, রাষ্ট্রদ্রোহ কাকে বলে তা জেনে বিচারপতির মন্তব্য করা উচিত ছিল৷

তিনি বিষয়টি নিষ্পত্তির ভার প্রধান বিচারপতির ওপর ছেড়ে দেন৷ তিনি বলেন, সংসদ সার্বভৌম এবং স্বাধীন৷ তাই তাঁর আশা, প্রধান বিচারপতির সিদ্ধান্তের মধ্য দিয়ে রাষ্ট্রের তিনটি বিভাগেরই মর্যাদা সমুন্নত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য