মোবাইলের মাধ্যমে কৃষি উৎপাদন | পাঠক ভাবনা | DW | 30.07.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইলের মাধ্যমে কৃষি উৎপাদন

চলমান লন্ডন অলিম্পিক এ অংশ নেওয়া একমাত্র নারী তাহমিনাকে নিয়ে সাক্ষাৎকারমূলক পরিবেশনা ভালো লাগলো৷ এটা অনেকের জন্য উৎসাহমূলক হতে পারে বলে মনে করছি৷

রেডিও মহানন্দা সম্পর্কে পরিবেশনাটি শুনলাম৷ তাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা জেনে ভালো লাগলো৷ আশা করছি সমস্যাগুলো কাটিয়ে মহানন্দা আরও সামনে আগ্রসর হবে৷

চলমান লন্ডন অলিম্পিক গেমসের বিস্তারিত খবর নিয়মিত শুনছি, ধন্যবাদ৷ জাল টাকা নিয়ে হারুন উর রাশিদ স্বপনের টেলিফোন রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ যা জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ থেকে৷

ভারতীয় ফুটবলার সুব্রত পালকে নিয়ে পরিবেশনাটি ভালো লাগলো৷ আফগান নারী তাহমিনার অলিম্পিক-এ অংশগ্রহণের খবরটিও ভালো লাগলো৷ মোবাইলের মাধ্যমে কৃষি অন্নপূর্ণা খবরটি অসাধারণ লাগলো৷ কুইজ বিজয়ীদের নাম ফেসবুকে দেওয়া যায় কি?

শনিবারে ইনবক্স-এ নুরুননাহার আপার অ্যামেরিকা এবং নায়াগ্রা ফলস'এর বর্ণনা খুব ভালো লাগলো৷ আশাকরি তিনি মাঝে মাঝে এমন ভ্রমন করবেন আর ফিরে এসে ইনবক্স-এর মাধ্যমে আমাদের তা জানাবেন৷

রমজান উপলক্ষ্যে আমাদের ক্লাবের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়৷ নিজাম উদ্দিন নয়ন, সন্দ্বীপ, চট্টগ্রাম৷

প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীদেরকেও আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দিবেন৷ আশাকরি ভালো আছেন, আমিও ভালো আছি৷

অনুষ্ঠান সর্ম্পকে মতামত জানানোর আগে, প্রথম যে বিষয়টি বলতে চাই তা হলো ডয়চে ভেলে হতে শ্রদ্ধেয় আবদুল্লাহ আল-ফারূক চলে গেছেন অনেকদিন আগে, কিন্তু এখনও ওয়েবসাইট থেকে তাঁর ছবি সরিয়ে নেওয়া হচ্ছে না৷ সেই সাথে নতুন বিভাগীয় প্রধানের ছবি ও বিস্তারিত জানতে পারছি না৷ কেন এমন হচ্ছে দয়া করে জানাবেন কি?

দ্বিতীয় বিষয়টি হলো ডয়চে ভেলে হতে শ্রোতাদের যে পুরস্কার পাঠানো হয়, তার জন্য আবার শ্রোতাদেরকে শুল্ক দিতে হবে কেন? অন্যান্য বেতার থেকে যে পুরস্কার পাঠানো হয় তার জন্য তো শুল্ক দিতে হয় না৷ বিষয়টি একটু খতিয়ে দেখার অনুরোধ করছি৷

তৃতীয় বিষয়টি অনেক আগে ‘ছবি খুজুন পুরস্কার জিতুন' প্রতিযোগিতায় বিজয়ী হয়েও আজ পর্যন্ত কোনো উপহার হাতে পেলাম না৷ আপনারা বলেছেন রেজিস্টার্ড ডাকে আমার নামে পুরস্কার পাঠানো হয়েছে৷ যদি পুরস্কার পাঠানো হয়ে থাকে তবে কে নিল এই পুরস্কার৷ যেহেতু রেজিস্টার্ড ডাকে পুরস্কার পাঠানো হয়েছে সেহেতু যে পুরস্কার গ্রহণ করেছে সে স্বাক্ষর করেছে? আমার প্রশ্ন এই স্বাক্ষরটি কার? তা কি আপনারা যাচাই করে দেখতে পারেন না৷ নভেম্বর মাসের ধাঁধা বিজয়ী হিসাবে আমার নাম ঘোষনা করা হয়৷ আমি জানিনা আমার নামে পুরস্কার পাঠানো হয়েছে কিনা বা যদিও পাঠিয়ে থাকেন নিশ্চিত না আদৌ পাব কি পাব না৷ এর জন্য আপনাদের কিছু করার প্রয়োজন মনে করছি৷

- এ বিষয়ে ইনবক্স'এ আলোচনা করা হবে৷

এইবার অনুষ্ঠান নিয়ে কিছু লিখি, ইউটিউব'এ পরিচয় গোপনের নতুন ফিচার, অস্ত্র চুক্তি ছাড়াই শেষ হলো জাতিসংঘ সম্মেলন, বাংলাদেশের জাহাজের তেল থেকে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সর্ম্পকে কিছু লিখতে চাই৷ ইউটিউব'এ পরিচয় গোপনের জন্য ভিডিও সম্পাদনার যে প্রযুক্তি গুগল যোগ করেছে তার জন্য গুগল অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য৷ গুগলের এই পরিসেবার কারণে অনেক লোক হয়রানি হতে মুক্ত থাকবে৷ সেই সাথে ধন্যবাদ জানাই জানাই আরাফাত ভাইকে ভিডিও সম্পাদনার কাজটি কিভাবে করতে হবে তা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য৷

অস্ত্র চুক্তি ছাড়াই শেষ হলো জাতিসংঘ সম্মেলন প্রতিবেদনটি শুনে খুবই খারাপ লাগলো৷ আমাদের আশা ছিল এই সম্মেলন হতে আমার ভালো কিছু পাবো কিন্তু হতাশা ছাড়া আর কিছুই পেলাম না৷ উন্নত রাষ্ট্রগুলো মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু বাস্তবায়ন করতে গেলে অস্ত্র চুক্তির মতো অবস্থা হয়৷

বাংলাদেশের উদ্ধারকারী জাহাজ দুটির ক্ষমতা শুনে বড়ই অবাক হলাম৷ যেখানে উদ্ধারকারী জাহাজের ক্ষমতা ১২০ টন সেখানে ৭০০ টন ওজনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া কতটা বোকামি - তা বাংলাদেশ ছাড়া আর কোথায় পাওযা যাবে কে জানে৷ আমরা জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানি করি সেখানে আমাদের এই অবস্থা অবশ্যই হাস্যকর৷ আমি জার্মানির উদ্ধারকারী বিভিন্ন জাহাজ সর্ম্পকে বিস্তারিত জানতে চাই৷ ধন্যবাদান্তে, মাহফুজ,ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

প্রিয় ডয়চে ভেলে, খতনা নিয়ে পরিবেশনা এতটাই ভালো লাগল যে, দু'কলম না লিখে পারলাম না৷ ফিচারটি আমাদের কাছে খুবই ভালো রেগেছে৷ ধন্যবাদ পরিবেশনার জন্য৷ মো. মিজানুর রহমান, সুচনা সমাজ কল্যান সংঘ, মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ৷

ডয়চে ভেলে থেকে অলিম্পিক গেমন সম্পর্কে নানা খবরাখবর জানতে পারছি৷ আশাকরি সব খেলার খবরই আপনারা জানাবেন৷ ইনবক্স আসরটি ভালো লেগেছে৷ আবদুর রাজ্জাক, সারার ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, বগুড়া৷

প্রিয় ডয়চে ভেলের বন্ধুরা, অনেক আগেই পডকাস্ট-এ ইনবক্স শুনলাম৷ নুরুননাহার দিদির আসর আবার জমে উঠেছে৷ সঞ্জীব বর্মনকে সাথে নিয়ে খুব ভালো লাগলো একমাস পর ফিরে এসে প্রথম ইনবক্স৷ চিঠি পাঠের সাথে গল্পগুজব খুব মজা লেগেছে৷ সবচেয়ে ভালো লেগেছে যখন শুনলাম অ্যামেরিকাতে বাঙালির বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া, ভাই-বোনদের সাথে আনন্দ৷ নায়াগ্রা জলপ্রপ্রাত দেখার আনন্দ আমিও দিদির সাথে উপভোগ করলাম৷ মনে হচ্ছিলো আমিও যেন নায়াগ্রা জলপ্রপাত ভ্রমন করছিলাম৷ জীবনে তো যাওয়া হবেনা৷ নুরুননাহার দিদির সাথে সঞ্জীব দা'কে পেয়েও ভালো লাগছে৷ কারণ ইউটিউব-এ ইটিভি-তে ইউরোপীয় অর্থ বিণিজ্য সংবাদে তাঁকে দেখি৷ মাঝে মাঝে দেবারতি গুহকেও পাই৷ আমরা প্রায়ই ইউটিউবে অনুষ্ঠান দেখি আর ভাবি ইউটিউবে যদি ইনবক্স করা যেত তবে কী মজাই না হতো! ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ সুনীল বরণ দাস, আরবিআই রেডিও লিসনার্স ক্লাব, রাঘবপুর কলোনা, পানপাড়া, নদীয়া, ভারত৷

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা৷ আজকের ইনবক্সে শুনলাম আমার ভাবীর রেডিওটি সবার মতোই পাঠানো হয়েছে৷ কিন্তু সেটা আজও পেলাম না কেন জানিনা৷ আমার জানতে ইচ্ছে করছে কোন ঠিকানায় সেটি পাঠানো হয়েছিল? আমি ঢাকায় আমার ঠিকানায় পাঠাতে বলেছিলাম৷ কারণ তো জানেনই গ্রামের ঠিকানায় কোনকিছু পাঠানো মানে না পাঠানোর সমান...৷ অনেকিদন পর ‘আপনাদের মতামত' পাতায় এত শ্রোতার লেখা পড়ে মন ভরে গেল৷ ধন্যবাদ নুরুন্নাহার আপাকে৷ মো: সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস ঢাকা৷

- রেডিওটি আপনার ঢাকার ঠিকানায়ই পাঠানো হয়েছিল৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন