1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবান হুমকি

২৭ জুলাই ২০১২

রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সহিংসতা বন্ধ না করলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী৷ এমনকি প্রয়োজনে মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন এবং ইসলামাবাদে তাদের দূতাবাস বন্ধের জন্যও আহ্বান জানিয়েছে তালেবান৷

https://p.dw.com/p/15ezv
ছবি: AP

বিদেশের কোনো বিষয়ে নজর দেওয়ার ঘটনা বিরল হলেও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর শীর্ষ সংগঠন তেহরিক-ই-তালেবান অফ পাকিস্তান ­- টিটিপি মিয়ানমারের মুসলমান নারী-পুরুষদের বাঁচাতে হুমকি দিয়েছে৷ তারা এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা তোমাদের রক্তপাতের বদলা নেব৷'' টিটিপি'র মুখপাত্র এহসানুল্লাহ এহসান ঐ বিবৃতিতে পাকিস্তান সরকারের প্রতি মিয়ানমার সরকারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার এবং ইসলামাবাদে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে৷ ‘‘নতুবা আমরা শুধুমাত্র মিয়ানমারের স্বার্থের উপরই আঘাত হানবো না, একইসাথে মিয়ানমারের পাকিস্তানি দোসরদের উপরেও হামলা চালাবো'' বলে হুমকি দিয়েছে এহসান৷

টিটিপি পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন হামলার পেছনে তাদের ভূমিকার কথা দাবি করে আসছে৷ কিন্তু পাকিস্তানের বাইরে কোনো দেশে তাদের হামলা চালানোর মতো ক্ষমতা রয়েছে কি না তা নিয়ে বিশ্লেষকরা সন্দেহ পোষণ করেছেন৷ তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেন যে, ২০১০ সালে নিউইয়র্কের টাইমস চত্বরে ব্যর্থ বোমা হামলার পেছনে টিটিপি'র হাত ছিল বলে তারা প্রমাণ পেয়েছেন৷ ঐ হামলা প্রচেষ্টার সাথে জড়িত থাকার দায়ে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ-এর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷

Hakimullah Mehsud Taliban Tehrik e Taliban
পাকিস্তানের তালেবান গোষ্ঠী সীমানা পেরিয়ে আরও তৎপর হতে চাইছেছবি: picture-alliance/dpa

এছাড়া টিটিপি'র সাবেক নেতা হাকিমুল্লাহ মেহসুদ-এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ রয়েছে, সাত জন সিআইএ গোয়েন্দাকে খুন করার৷ ২০০৯ সালের ডিসেম্বরে আফগানিস্তানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়ে এসব গোয়েন্দাদের মারা হয়৷ সেখানে সিআইএ'র গোয়েন্দা ছদ্মবেশে জর্ডানের আল-কায়েদা'র এক গোয়েন্দা নিজেকে উড়িয়ে দিয়েছিল৷ এর পেছনে টিটিপি'র ভূমিকা ছিল বলে মার্কিন কর্মকর্তারা মনে করেন৷

সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বৌদ্ধ ধর্মের অনুসারী রাখাইন এবং মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে৷ সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছে৷ বাস্তুহারা হয়েছে হাজার হাজার রোহিঙ্গা পরিবার৷ আর ঐ অঞ্চলে সহিংসতা থামাতে প্রায় ছয় সপ্তাহ ধরে জরুরি অবস্থা জারি ছিল৷ এসময় রোহিঙ্গা অধ্যুষিত এলাকা থেকে অনেক বালক ও বয়স্ক পুরুষকে আটক করেছে সরকারি বাহিনী যাদের সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং অনেকের উপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

অ্যামনেস্টি'র গবেষক বেনইয়ামিন সাওয়াকি বলছেন, গত জুন মাসের শুরুতে সাম্প্রদায়িক দাঙ্গা শুরুর পর কিছুদিন পরেই সেটা প্রশমিত হয়ে আসলেও নিরাপত্তা বাহিনীর সহিংসতা বেড়ে চলেছে৷ অ্যামনেস্টি দাবি করেছে, রোহিঙ্গাদের উপর রাখাইন সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের চালানো নির্যাতন, ধর্ষণ, সম্পত্তি বিনষ্ট করা এবং অন্যায়ভাবে হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ' রয়েছে৷ তবে মিয়ানমারের সাম্প্রতিক গণতান্ত্রিক সংস্কার বিশ্বজুড়ে সাধুবাদ পেলেও রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক অধিকারের দিকে সেখানকার রাজনীতিকদের কোনো ভ্রুক্ষেপ নেই৷

বিগত কয়েক দশক ধরে চলমান বৈষম্যের প্রেক্ষিতে রোহিঙ্গারা রাষ্ট্রবিহীন ক্ষুদ্র জাতিসত্ত্বায় পরিণত হয়েছে৷ মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে৷ অন্যদিকে, বাংলাদেশ সরকারও নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের সেদেশে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে৷ ফলে রোহিঙ্গাদের কোথাও নিরাপদ আশ্রয় নেই৷ এবার সেই রোহিঙ্গাদের পক্ষ নিয়ে প্রতিশোধের হুমকি দিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবান৷

এএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য