1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পরিস্থিতি

৪ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ার সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবের পক্ষে ভোটাভুটির কথা রয়েছে শনিবার৷ তবে এখনও এই প্রস্তাব নিয়ে সংশয় রয়ে গেছে রাশিয়ার৷ এদিকে, হোমস শহরে সরকারি বাহিনীর গোলা হামলায় দুই শতাধিক নিহত৷

https://p.dw.com/p/13xF9
Syria's Ambassador to the United Nations (U.N.) Bashar Jaafari (C) speaks with China's Ambassador Li Baodong (L) as they arrive at the U.N. Security Council to discuss a European-Arab draft resolution endorsing an Arab League plan calling for Syria's President Bashar al-Assad to give up power in New York February 4, 2012. The Homs attack made Friday the bloodiest day of an 11-month uprising and it gave new urgency to a push by the Arab League, the United States and Europe for a U.N. resolution calling for Assad to cede power. The Security Council had scheduled an open meeting for Saturday to vote on the draft. But Russia asked that the 15-nation body not immediately do so and instead hold consultations. REUTERS/Allison Joyce (UNITED STATES - Tags: POLITICS)
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নেতারাছবি: Reuters

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির কথা

সিরিয়ার সংকট সমাধানে আরব লিগসহ পশ্চিমা গোষ্ঠী একটি খসড়া প্রস্তাব নিয়ে এগুচ্ছে৷ আর তা হলো সেখানে সহিংসতা ও সংঘর্ষ বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে৷ উপ-রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি তুলেছে আরব লিগ৷ বিশেষ করে সিরিয়ায় পাঠানো আরব লিগের পর্যবেক্ষক দলকে প্রত্যাহার করার পর এখন জাতিসংঘের দিকেই চেয়ে আছে সবাই৷ আরব লিগও দ্রুত সংকট সমাধানে জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে৷ ফলে দীর্ঘ আলাপ-আলোচনার পর শনিবার একটি খসড়া প্রস্তাবের উপর ভোটাভুটি করার কথা রয়েছে নিরাপত্তা পরিষদে৷

ভোটাভুটির ব্যাপারে রাশিয়ার অবস্থান

কিন্তু রাশিয়া এখনও বলে যাচ্ছে, খসড়া প্রস্তাবে বেশ কিছু সংস্কার করা হলেও তা এখনও যথেষ্ট নয়৷ তাই রাশিয়ার প্রস্তাব অনুসারে সঠিক পরিকল্পনা উপস্থাপন করা হলেই শুধুমাত্র তাতে রাশিয়ার সমর্থন থাকবে, অন্যথা নয়৷ ফলে তড়িঘড়ি এখনই বিতর্কিত প্রস্তাব উপস্থাপন করা হলে তা নিরাপত্তা পরিষদের আরেকটি ‘কলঙ্ক' হবে৷ কারণ রাশিয়া তাতে সমর্থন দেবে না এবং তা অনুমোদনও হবে না৷ বার্তা সংস্থা ইতার-তাস জানিয়েছে, শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ সিরিয়া বিষয়ক খসড়া প্রস্তাবের ব্যাপারে এভাবেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন৷ লাভরভের এই সাক্ষাৎকার রাষ্ট্রীয় টেলিভিশন রোসিয়া-ওয়ান'এ সম্প্রচার করা হয়৷ এছাড়া মস্কোর এ অবস্থানের কথা একদিন আগেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন এবং জাতিসংঘে রাশিয়ান দূতের কাছেও পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷

Egyptian policemen stand guard outside the Syrian Embassy in Cairo, Egypt, Friday, Jan. 27, 2012. Around 200 opposition Syrians protested outside the Syrian Embassy, trying to break into the building. They threw stones and bricks at the building, but were kept back by a line of police and soldiers. (Foto:Muhammed Muheisen/AP/dapd)
কায়রোতে অবস্থিত সিরীয় দূতাবাসে হামলাছবি: AP

বিশেষ করে সিরিয়ার উপর বাহির থেকে সামরিক হস্তক্ষেপের বিরোধী রাশিয়া এবং সংকটের রাজনৈতিক সমাধান চায় মস্কো৷ তাই সরকারের সাথে বিরোধী দলগুলোর সমঝোতা বৈঠকের মাধ্যমেই সমাধান করার পক্ষে মস্কোর অবস্থান৷

হোমস শহরে সরকারি বাহিনীর হামলা

এদিকে, আন্তর্জাতিক গোষ্ঠী যখন সিরিয়ার সংকট সমাধানে ভোটাভুটির দিকে এগুচ্ছে তার কয়েক ঘণ্টা আগে হোমস শহরে গোলা হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী৷ হোমস শহরের খালিদিয়া এলাকায় এ হামলা চালানো হয় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি৷ খালিদিয়া এলাকায় অধিকাংশ সুন্নি জনগোষ্ঠীর বাস বলে জানা গেছে৷ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ-আন্দোলন শুরুর পর থেকে গত এগারো মাসের সহিংসতা ও সংঘর্ষের মধ্যে শনিবারের হামলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে বলে মনে করা হচ্ছে৷ যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং স্থানীয় সমন্বয়কারী পরিষদ জানিয়েছে, শনিবারের হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক৷ নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে৷

মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেছেন, গত মার্চ থেকে চলমান গণআন্দোলনের মধ্যে এটিই সবচেয়ে নৃশংস হামলার ঘটনা৷ তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সন্ত্রাসীদের উস্কিয়ে দিতে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে৷ অন্যদিকে, সিরিয়ার সহিংসতার প্রতিবাদে শনিবার প্রবাসী সিরিয়ানরা লন্ডন, বার্লিন, কায়রো এবং কুয়েত সিটিতে অবস্থিত সিরীয় দূতাবাসে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য