1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২ জুলাই ২০১২

সাগর সরওয়ার- মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডটি অবশেষে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে৷ আর প্রধানমন্ত্রী সাংবাদিক হত্যার দ্রুত তদন্ত এবং বিচারের আশ্বাস দিয়েছেন৷

https://p.dw.com/p/15P0S
ছবি: DW

রোববার দুপুরে সাংবাদিক দম্পতি সাগর রুনির পরিবারের সদস্যসহ সারা দেশে নিহত এবং নির্যাতিত সাংবাদিকদের স্বজনরা দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে৷ তাদের সঙ্গে ছিলেন সাংবাদিক নেতারা৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রধামন্ত্রীর কাছে সারাদেশে সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরেন৷ তিনি বলেন এখন পর্যন্ত কোন সাংবাদিক হত্যাকান্ডের বিচার হয়নি৷

প্রধানমন্ত্রী হাসিনা জবাবে বলেন অতীতে অনেক ক্ষেত্রে বিচারতো দূরের কথা সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তই হয়নি৷ তিনি সাংবাদিক হত্যার দ্রুত তদন্ত এবং বিচারের আশ্বাস দেন৷ হাসিনা এসব তদন্তে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন৷ একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপরও জোর দেন৷ প্রধানমন্ত্রী নিহত এবং নির্যাতিত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মোট ৫০ লাখ টাকা অনুদান দেন৷

Bangladesch DW Sagar Sarowa Meherun Runi Demonstration UN Bonn
সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে জার্মানির বন শহরে মানববন্ধনের আয়োজন করা হয় (ফাইল ফটো)ছবি: DW

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মন্ত্রণালয়ে আইনশৃংখলা কমিটির বৈঠকের পর জানান সাগর-রুনি হত্যাসহ মোট ৩টি হত্যা মামলা চাঞ্চল্যকর মামলা হিসেবে মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তিনি আশা করেন সাগর-রুনি হত্যা মামলায় শিগগিরই চার্জশিট দেয়া সম্ভব হবে৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনিকে দুর্বৃত্তরা তাদের বাসায় নির্মমভাবে হত্যা করে৷ চার মাস পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় এটিকে চাঞ্চল্যকর মামলা হিসেব অন্তর্ভুক্ত করলেও এখনো কোন অপরাধী গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য