1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন সুফিয়ান

২৬ জুন ২০১২

বিচার বহির্ভূত হত্যা, গুমসহ নিরাপত্তা বাহিনীর অন্যায় আচরণের প্রতিবাদে সোচ্চার আবু সুফিয়ান৷ অনুসন্ধানী এই সাংবাদিক অল্প সময়ে ব্লগার হিসেবেও সাড়া জাগিয়েছেন৷ জার্মানিতে মঙ্গলবার বব্স’এর জুরি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন সুফিয়ান৷

https://p.dw.com/p/15Lmc
ছবি: DW/M. Müller

গ্লোবাল মিডিয়া ফোরামের মূল মঞ্চেই অনুষ্ঠিত হয় বব্স'এর পুরস্কার বিতরনী উৎসব৷ বিশ্বের বিভিন্ন দেশের ব্লগার, সাংবাদিকরা উপস্থিত থাকেন এই আয়োজনে৷ বিজয়ী প্রতিটি ব্লগ সম্পর্কে সেখানে বিশেষ মাল্টিমিডিয়া প্রদর্শনীর ব্যবস্থা করা হয়৷ এবং এরপর বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ বাংলা ব্লগার আবু সুফিয়ানের হাতে পুরস্কার তুলে দেন রিপোটার্স উইদাউট বডার্স জার্মানির নির্বাহী পরিচালক ক্রিস্টিয়ান মায়ার৷ সুফিয়ান এসময় বলেন, ‘‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত৷ আমি মনে করি এই পুরস্কারটি বাংলা ভাষাভাষী সব ব্লগারকে অনুপ্রানিত করবে ভালোভালো কাজের জন্য৷''

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক হত্যা, নির্যাতনের ঘটনায় একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে রিপোটার্স উইদাউট বডার্স৷ গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় নিজ বাসভবনে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি৷ অথচ এখনো কাউকে গ্রেপ্তার বা খুনের কারণ আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷ এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ব্লগারদেরকে রাজপথে নিয়ে গেছেন সুফিয়ান৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আমরা সাংবাদিকদের ব্যানারে আন্দোলন করছিলাম৷ কিন্তু একসময় হঠাৎ করেই আমাদের দেশের সাংবাদিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে একটি বৈঠক করেন এবং এই বৈঠকের পর পর হঠাৎ করে তারা আন্দোলন একমাসের জন্য পিছিয়ে দেন৷ তখন আমরা ব্লগাররা চিন্তা করি যে, এই একমাসে আন্দোলন পিছিয়ে যাওয়ার পরে সাগর-রুনি হত্যাকাণ্ডের পরিনতি কী হবে৷ এই শঙ্কা থেকে আমরা ব্লগাররা নিজেরা আলোচনা করি এবং আলোচনার প্রেক্ষিতে আমরা রাজপথে নামি, ব্লগারদের প্ল্যাটফর্মে৷ সেই থেকে আমরা এখন অবধি সাগর-রুনির হত্যাকারীদের সনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি৷''

BOBs-Preisträger 2012
বব্স ২০১২’র বিজয়ীদের সঙ্গে আয়োজকদের কয়েকজনছবি: DW/Danetzki

বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুমসহ নিরাপত্তা বাহিনীর অন্যায় আচরণের প্রতিবাদে সোচ্চার আবু সুফিয়ান৷ অনুসন্ধানী এই সাংবাদিক প্রতি নিয়ত অনেক সাহসী প্রতিবেদন প্রস্তুত করছেন, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে৷ বিশেষ করে সাংবাদিক দম্পতি হত্যার পর বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে আন্তর্জাতিক পরিমন্ডলে৷ এসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সুফিয়ান বলেন, ‘‘আমি মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ফোর্সের মাধ্যমে আমি হুমকির সম্মুখীন হই, কখনো কখনো হত্যার হুমকিও আমি পেয়েছি৷ এবং এই বিষয়গুলো নিয়ে আমি যখন বাসায় কথা বলি, তখন আমার স্ত্রী বিভিন্ন সময় আমাকে বলেছেন যে, তুমি এই পেশা ছেড়ে দেও৷ মানবাধিকার ইস্যু নিয়ে আর বেশি কাজ করার দরকার নেই৷ হয়ত কোন একদিন তোমাকে হত্যা করা হবে৷ কিন্তু আমার দশ বছরের ছেলে বলে যে চালিয়ে যাও বাবা৷ তুমি একজন সাহসী সাংবাদিক, সাহসী বাবা৷''

উল্লেখ্য, ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার সেরা ব্লগ খেতাব জয় করেছে ইরানি ব্লগার আরাস সিগারচির ব্লগ৷ জার্মানির বন শহরে আয়োজিত অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই পুরস্কার গ্রহণ করেন সিগারচি৷ এছাড়া উপস্থিত ছিলেন এবছরের অন্যান্য মিশ্র ক্যাটেগরিতে বিজয়ী ব্লগের প্রতিনিধিরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য