1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজার

৫ মার্চ ২০১২

শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণের সুদ ৫০ ভাগ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়৷ বাকি সুদ তারা তিন বছরে পরিশোধ করতে পারবেন৷ তাদের জন্য বাজারে ছাড়া নতুন শেয়ারের ২০ ভাগ সংরক্ষিত থাকবে৷

https://p.dw.com/p/14EmQ
Autor: Mr. Harun Ur Rashid Swapan Caption: Hundreds of angry investors have taken to the streets in Motijheel and Dilkusha in the capital of Bangladesh, Dhaka, after regulators halted share trading following the record fall of the prime bourse. Schlagworte: Bangladesh, Dhaka, Stoke exchange, the Securities and Exchange Commission, Investor of Bangladesh.
Bangladesch Investoren 2011ছবি: DW

২০১০ সালের শেষের দিকে বাংলাদেশের পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়৷ পুঁজি বাজার পরিনত হয় দরপতন আর বিক্ষোভের বাজারে৷ চলতি মাস পর্যন্ত গত এক বছর দুই মাসে মোট তিন দফা বড় ধ্বসে পুঁজি বাজারে শেয়ারের ৬০ শতাংশ দরপতন হয়৷ এতে প্রধানত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন৷ তাই পুঁজিবাজার চাঙ্গা করতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদের ৫০ ভাগ মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের যারা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসান দিয়েছেন তারা এই সুদ মওকুফের সুবিধা পাবেন৷ আর বাকি সুদ তিন বছরে পরিশোধের সুযোগ দেয়া হয়েছে৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে তারাই বিবেচিত হবেন শেয়ার বাজারে যাদের বিনিয়োগ সর্বোচ্চ ১০ লাখ টাকা৷ ক্ষুদ্র বিনিয়োগারীদের জন্য ২০১২ এবং ২০১৩ সালে যেসব নতুন শেয়ার বা পাবলিক ইস্যু বাজারে আসবে তাতে ২০ ভাগ কোটা থাকবে৷ এই কোটা সুবিধা ক্ষতিগ্রস্ত হননি এমন ক্ষুদ্র বিনিয়োগকারীরাও পাবেন৷ মুহিত আরও জানান, এই সিদ্ধান্ত সোমবার থেকেই কার্যকর হবে৷ রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের প্রণোদনা প্যাকেজের ওই সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ তবে সরকারের এই সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ অনেকে মনে করেন সবাই ক্ষতিগ্রস্ত হলেও সুবিধা পাচ্ছেন শুধু যাদের বিনিয়োগ সর্বোচ্চ ১০ লাখ টাকা তারা৷

Awami league leader Abul Mal Abdul Muhit Bild im Mail am 25.12.2008 zugeschickt Hiermit erkläre ich, DW Freie Mittarbeiter Samir Kumar Dey, mich damit einverstanden, daß die Deutsche Welle mein eigenes, als Anhang verschicktes, Bild für ihre Websiten verwenden darf. Kind regards, Arafatul Islam Deutsche Welle Bengali Service Kurt-Schumacher Straße 3 53113 Bonn, Germany Tel: +49 228 429 4708
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: DW/Kumar Dey

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং পুঁজিবাজার বিশেষজ্ঞ ড. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, সরকার তার প্রতিশ্রুতি পুরণ করছে , যা ইতিবাচক৷ তবে ক্ষতিগ্রস্ত বড় বিনিয়োগকারীদের বিষয়টিও দেখা উচিত৷

এদিকে এই সিদ্ধান্তের পর রোববার অপরাহ্নে পুঁজি বাজারে কিছুটা হলেও তেজী ভাব ফিরে আসে৷ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪৫৭৭ পয়েন্টে দাড়ায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য