1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মতিঝিলে হরতাল ডেকে আবার তা প্রত্যাহার

২৩ জানুয়ারি ২০১২

ঢাকার মতিঝিল এলাকায় মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল ডেকে আবার তা প্রত্যাহার করে নিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ৷ শেয়ার বাজার স্থিতিশীল করতে সোমবার তারা এই হরতাল ডেকেছিলেন৷

https://p.dw.com/p/13oQw
ফাইল ছবিছবি: DW

এদিকে বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার নিয়ে এখনো কারসাজি অব্যাহত৷ শেয়ার বাজার স্থিতিশীল করতে প্রধামন্ত্রীর নেতৃত্বে নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা৷

গত সপ্তাহে শেয়ার বাজারে নতুন করে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তা এখনো কাটেনি৷ সরকারি কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের নিষেধাজ্ঞার সরকারি পরিপত্র জারি করার কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি৷ চলতি সপ্তাহে এখনো শেয়ার বাজারে সূচকের পতনের ধারা অব্যাহত আছে৷ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচেকের পতন হয়েছে ২৩৬ পয়েন্ট৷ আর সোমবার পতন হয়েছে ৭১ পয়েন্ট৷ তাই মতিঝিল ঢাকা স্টক এক্সেচেঞ্জের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ থামছেনা৷

এদিকে বিশ্লেষকরা বলছেন, শেয়ার বাজার নিয়ে এখনো কারসাজি অব্যাহত আছে৷ যার কারণে শেয়াবাজারে অস্থিরতা এবং পতনের ধারা অব্যাহত আছে৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম মনে করেন উদ্যোক্তা পরিচালকরা এই কারসাজির সঙ্গে জড়িত থাকতে পরেন৷ কারণ তারা আরো কমদামে শেয়ার কিনতে চান৷ সরকার বাধ্যতামূলকভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ ভাগ শেয়ার কেনার বিধান করছে৷ এধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ২৩২টি৷

আর বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. জায়েদ বখতও মনে করেন, এখনো পুঁজিবাজারে করাসাজি বন্ধ করা যায়নি৷ তার মতে পুঁজি বাজারের সমস্যা চিহ্নিত করতে কোথাও ভুল হচ্ছে৷

ড. মির্জা আজিজুল ইসলাম বলেন, পুঁজি বাজারকে স্থিতিশীল করতে সরকারের নেয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে৷ আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকে নজর রাখতে হবে৷

তাদের দু'জনেরই মত হল, নতুন কোন এডহক সিদ্ধান্ত নয়৷ প্রয়োজন আগের নেয়া সিদ্ধান্ত কার্যকর করা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য