‘শিক্ষাই ন্যায়বিচার এবং অগ্রগতির মূল হাতিয়ার’ | পাঠক ভাবনা | DW | 05.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শিক্ষাই ন্যায়বিচার এবং অগ্রগতির মূল হাতিয়ার’

সমাজ জীবন পাতায় বাচারউদ্দিন ইউসুফ হাবিবির সম্পর্কে প্রতিবেদন পড়ে ভালো লাগলো৷ আমাদের মতো তরুণদের হাবিবি উৎসাহিত করবে সন্দেহ নেই৷

ডয়চে ভেলে যদি প্রতি সপ্তাহে এরকম প্রতিবেদন প্রকাশ করে তাহলে আমি কৃতজ্ঞ হবো এবং তরুণরা আরো বেশি বেশি অনুপ্রাণিত হবে৷ সিলেট থেকে সাইফুল আল-আমিন জানিয়েছেন ৷

‘বাংলাদেশে সাংবাদিকতা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে' এই প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো৷ কারণ বাংলাদেশে সাগর/রুনির হত্যাকারীকে আজও ধরা হয়নি৷ সেরকম ভারতে কয়েক মাস আগে এক বাঙালি সাংবাদিককে মুম্বই-এ খুন করা হয়েছে৷ তার হত্যাকারীকেও আজ পর্যন্তও ধরা হয়নি৷ আমার প্রশ্ন হলো, সারা পৃথিবীতে এক নির্দিষ্ট হত্যাকারী দল আছে তারা প্রয়োজন অনুযায়ী সমান্তরাল পদ্ধতিতে চলাফেরা করে৷ তবুও বাংলাদেশিরা প্রতিবাদের ঝড় তুলেছে৷ আর আমরা ভারতীয়রা কোন প্রতিবাদ দেখতে পাইনি৷ ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ সুহৃত ব্যানার্জী, ঝাউগ্রাম, বর্ধমান৷

ক্ষুদ্র ঋণ সম্পর্কে সাক্ষাৎকার এবং এইচআইভি সম্পর্কে লেখা প্রতিবেদনটি খুব ভালো লেগেছে৷ এজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন নগরপুর, টাঙ্গাইল থেকে শ্রোতাবন্ধু রুবেল হাসান৷

প্রিয় ডয়চে ভেলে, আমি আপনাদের বেতারের একজন নিয়মিত শ্রোতা এবং ওয়েবসাইটের নিয়মিত পাঠক৷ আজ আপনাদের প্রচারিত ‘সিরিয়ায় বিদেশি মদতের কথা বললেন আসাদ' শীর্ষক সংবাদটি বেতারে শোনার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের পাতা খুলে তা ভালভাবে বার বার পড়ে নেই৷ কেননা, আমি জানি, আপনারা বেতারে যেসব প্রতিবেদন বা সংবাদ প্রচার করে থাকেন তা অবিকল ইন্টারনেটের পাতায় পড়তে পাওয়া যায়৷ যাই হোক, গঠনমূলক ও বস্তুনিষ্ঠ এই সংবাদটি পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ৷

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হুলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দানবদের পক্ষেও এই ধরণের কাজ সম্ভব নয়৷ গত ১৫ মাস ধরে তাঁর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তাদের তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, এইসব সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারি দমনাভিযান অব্যাহত থাকবে৷ তিনি আরও বলেন, হুলা হত্যাকাণ্ডের পর সিরিয়াতে আন্তর্জাতিক মহলের ভূমিকা স্পষ্ট হয়ে গেছে৷ আসাদের বক্তব্য প্রতি পদে পদে সত্য বলে আমাদের ধারণা৷

আসাদের কথায়, ‘আমরা কোন রাজনৈতিক সমস্যার মোকাবিলা করছি না বরং এই দেশটিকে ধ্বংস করার একটি চক্রান্তের মোকাবিলা করছি৷ তিনি বলেন, যারা সিরিয়াতে বিদেশি হস্তক্ষেপ চায় তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না৷ সন্ত্রাস কোন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে না, বলেন প্রেসিডেন্ট আসাদ৷ সম্প্রতি পশ্চিমাদের মদতে মদতপুষ্ট হয়ে ‘আরব-বসন্ত' নামে গোটা আরব দুনিয়ায় যে অস্থিরতার সৃষ্টি করা হয়েছে এবং যার ফলস্বরূপ ইরাক, মিশর, লিবিয়া, বাহরাইন প্রভৃতি দেশ ও জাতিকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে৷ তারই পুনরাবৃত্তি এবার সিরিয়ায় ঘটানোর কুচক্রান্ত ব্যতীত অন্য কিছু নহে৷ সিরিয়ায় অবৈধ অস্ত্রধারী যুদ্ধরত ভাইদের অনুরোধ এই যে হুলার মত যেন আর কোন নতুন গণহত্যা সংঘটিত না হয়৷ কেননা, আপনাদের জেনে রাখা উচিত পরিবর্তনের দোহাই দিয়ে তথা কথিত ‘আরব-বসন্ত' নামে যে হত্যা যজ্ঞ শুরু হয়েছে, তাহা আদৌ ‘আরব-বসন্ত' নহে৷ আরব ধ্বংসযজ্ঞ৷ এম বি ফয়েজ উদ্দিন, হাইলাকান্দি, আসাম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন