1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে বিরোধীরা

১৬ মার্চ ২০১২

এর জন্য প্রধান বিরোধী দল বিএনপি'র সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে৷ এদিকে বিরোধী দল সংসদে যোগ দেবে এই আভাসে, সংসদের চলতি অধিবেশনের মেয়াদ বাড়তে পারে বলেও প্রকাশ৷

https://p.dw.com/p/14Lfs
ছবি: picture-alliance/Dinodia Photo

৯ম জাতীয় সংসদের এ পর্যন্ত ২৮৪টি কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা ২৩৩ দিনই অনুপস্থিত ছিলেন৷ তাঁরা মঝে মাঝে সংসদে গিয়ে সংসদ সদস্যপদ রক্ষা করেছেন মাত্র৷ আর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে উপস্থিত থেকেছেন মাত্র ছয় দিন৷

কিন্তু বিএনপি এবার সংসদে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ বৃহস্পিতবার রাতে বিএনপি'র চেয়ারপার্সন দলের সিনিয়র নেতাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন৷ আর রোববার বেগম খালেদা জিয়া বিএনিপি'র সংসদীয় দলের বৈঠক ডেকেছেন৷ বৈঠকের পর, তাঁরা ওই দিনই সংসদে যোগ দিতে পারেন বলে জানা গেছে৷

Bangladesh Nationalist Party (BNP) Chairperson Begum Khaleda Zia
বৃহস্পিতবার রাতে বিএনপি'র চেয়ারপার্সন দলের সিনিয়র নেতাদের সঙ্গে সংসদে যাওয়া নিয়ে বৈঠক করেছেনছবি: Reuters

শোনা যাচ্ছে, রোববার বিএনপি'র সব সংসদ সদস্যকে ঢাকায় থাকতে বলা হয়েছে৷ শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন যে, তাঁরা সংসদে যাবেন ৷ এবং সরকারি দল যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিল আনে, তাতে তাঁরা সমর্থনও দেবেন৷

এই খবরে সন্তোষ প্রকাশ করছেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ৷ তিনি বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, তাঁরা কথা বলার সুযোগ পাবেন৷

সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল গত ৮ই মার্চ৷ তবে এরই মধ্যে এর মেয়াদ বাড়ানো হয়েছে৷ সংসদ সচিবালয় সূত্র জানায়, বিরোধী দল সংসদে যোগ দিলে অধিবেশনের মেয়াদ আরো বাড়ানো হতে পারে৷ তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকারের নেতৃত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটি, জানান সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ৷

সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে, সদস্যপদ বাতিল হয়ে যায়৷ বিরোধী দলের সংসদ সদস্যরা টানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত আছেন৷ আর মাত্র সাতটি কার্যদিবস অনুপস্থিত থাকলে, তাঁদের অনুপস্থিতির ৯০ দিন পূর্ণ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য