1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির ভাষণ

১২ মার্চ ২০১২

আজ সংসদের বাজেট অধিবেশন শুরু হলো প্রথাগত রাষ্ট্রপতির ভাষণ দিয়ে৷ ভাষণে মনমোহন সিং সরকারের বর্তমান ও ভবিষ্যত কর্মকাণ্ডের এক ছবি তুলে ধরা হয়৷ বলা হয়, দুর্নীতি মুক্ত এক দায়িত্বশীল শাসন ব্যবস্থার কথা৷

https://p.dw.com/p/14JJ1
ছবি: AP

সংসদের কেন্দ্রীয় হলে উভয় কক্ষের সাংসদদের সামনে রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের ভাষণ দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন৷ ভাষণে ছিল মনমোহন সিং সরকারের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যতের কর্মকৌশল৷ ভবিষ্যতের লক্ষ্য পুরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা যা আশা ও প্রতিশ্রুতিতে মোড়া আগাগোড়া৷

যেমন, দুর্নীতি-মুক্ত দায়িত্বশীল শাসন-ব্যবস্থা সেজন্য লোকপাল বিল পাশ করানো, উন্নয়ন লক্ষ্য মাত্রা পূরণ পরিবেশকে বিপন্ন না করে, উন্নয়ন-ভিত্তিক ব্যাপক কর্মসংস্থান, এনার্জি সুরক্ষা, অনগ্রসর শ্রেণির ২৭% সংরক্ষণের মধ্যে সাড়ে চার শতাংশ সাব-কোটা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাশ করানো ইত্যাদি৷

অর্থনীতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, চলতি বছর ছিল এক কঠিন সময়৷ তবু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ভালো৷ বিশ্বের আর্থিক সঙ্কটের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারত খুব শীঘ্রই ৮ থেকে ৯ শতাংশ প্রবৃদ্ধির হার ফিরিয়ে আনতে পারবে৷

অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির উন্নতি বিশেষ কোরে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে৷ গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন বিল সই, সন্ত্রাস-দমনে বিশেষ ব্যবস্থা ইত্যাদি৷

পররাষ্ট্র ক্ষেত্রে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে স্থলসীমা চুক্তি সই হয়েছে যা দ্বিপাক্ষিক সহযোগিতা ও পুরানো ইস্যুর সমাধানের পথ সুগম করবে৷ এছাড়া ছিল পাকিস্তানের সঙ্গে সংলাপের মাধ্যমে সব বকেয়া ইস্যুর মীমাংসার অঙ্গীকার৷ বলা হয় পাকিস্তান যদি তার মাটিতে সন্ত্রাসী তৎপরতা দমন করতে পারে তাহলে সম্পর্কের উন্নতি স্থায়ী হবে৷ আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ছে৷ ভারত তাতে উদ্বিগ্ন কারণ ঐ অঞ্চলে ভারতের স্বার্থ জড়িত৷ বলা হয় শ্রীলঙ্কায়, অভ্যন্তরীণ শরনার্থীদের পুনর্বাসনে ভারতের উদ্যোগ গ্রহণের কথা৷ উল্লেখ্য, এটাই ছিল রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাটিলের শেষ ভাষণ৷ এবছরেই নতুন রাষ্ট্রপতির নির্বাচন৷

বিরোধী বিজেপি'র মুখপাত্র প্রকাশ জাভেদকার রাষ্ট্রপতির ভাষণে দলের প্রতিক্রিয়ায় বলেছেন, জাতীয় অ্যান্টি-টেরোরিজম সেন্টার, লোকাযুক্ত গঠন, সাম্প্রদায়িক হিংসা দমন ইত্যাদি ইস্যুতে রাজ্যকে সঙ্গে না নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বারবার আঘাত কোরে চলেছে কেন্দ্র অথচ রাষ্ট্রপতির ভাষণে তার কোনো উল্লেখ নেই৷

সংসদে বিভিন্ন বিতর্কিত বিল পাশ করাতে কংগ্রেস নব নির্বাচিত মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টির সমর্থন পাবার চেষ্টা করছে৷ কংগ্রেস নেতৃত্ব আজ সংসদ ভবনে উত্তরপ্রদেশের ভাবি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে শুভেচ্ছা জানান৷ তবে সংসদে রাহুল গান্ধীর অনুপস্থিতিটা সকলের চোখে পড়ে বেশি করে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য