1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহযুদ্ধ

১৬ জুলাই ২০১২

রবিবার আন্তর্জাতিক রেড ক্রস সিরিয়ার সংঘাতকে সরকারিভাবে গৃহযুদ্ধ হিসেবে ঘোষণা করেছে৷ এর ফলে দেশ জুড়ে এবার আন্তর্জাতিক মানবিক আইন প্রযোজ্য হবে৷ সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে৷

https://p.dw.com/p/15YG7
ছবি: Reuters

রেড ক্রস'এর ঘোষণাটিকে আপাতত প্রতীকি ভাবা চলতে পারে৷ কিন্তু তার গুরুত্ব আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের কাছে স্পষ্ট৷ নাম আন্তর্জাতিক মানবিক আইন, কিন্তু তার একটি অর্থ হল সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষ তাদের লক্ষ্য অর্জনের জন্য বলপ্রয়োগ করতে পারবে, অর্থাৎ সশস্ত্র সংগ্রাম চালাতে পারবে৷ অপরদিকে কতোটা এবং কী ধরণের বলপ্রয়োগ চলবে, এই আইন সেটাও নির্দিষ্ট করে দিচ্ছে, যার ফলে ভবিষ্যতে যুদ্ধাপরাধ নির্ধারণের ক্ষেত্রে সেটাই মানদণ্ড হয়ে দাঁড়াবে৷

ত্রিমসা'র হত্যাকাণ্ডের উদাহরণ নেওয়া যেতে পারে৷ জাতিসংঘের পর্যবেক্ষকরা রবিবার ত্রিমসা পরিদর্শন করে ফেরার পরে বলেছেন, তাঁরা যা দেখেছেন এবং শুনেছেন, তার ভিত্তিতে ত্রিমসার আক্রমণের লক্ষ্য ছিল সেনাবাহিনী থেকে পলাতক সৈন্যরা এবং বিদ্রোহী যোদ্ধারা৷ সিরিয়ায় সংঘাত সমাপ্তির পর ত্রিমসার হত্যাকাণ্ড যদি যুদ্ধাপরাধের পর্যায়ে ওঠে, তাহলে রেড ক্রস’এর ঘোষণা তার বিচারে একটি বিশেষ ভূমিকা পালন করবে৷

আপাতত জাতিসংঘের প্রাক্তন এবং বর্তমান, দুই মহাসচিব কোফি আনান এবং বান কি-মুন রাশিয়া ও চীনে গিয়ে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা ভাঙার আরো একটি প্রচেষ্টা করতে চলেছেন৷ পরিষদে নিযুক্ত এক কূটনীতিক রয়টার্সকে বলেছেন, রাশিয়া এবং চীনের উপর প্রভাব যদি এখনও কারো থাকে, তবে এই দু'জনের৷ রাশিয়া কিন্তু এবার সরাসরি অভিযোগ করেছে৷ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘‘আমাদের বলা হচ্ছে, তোমরা যদি জাতিসংঘের সনদের সপ্তম অধ্যায় অনুযায়ী প্রস্তাবে রাজি না হও, তাহলে পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বাড়ানো হবে না৷’’

ওদিকে রেড ক্রস'এর ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখেই যেন রাজধানী দামেস্কে বিদ্রোহী এবং সরকারি সেনাদের মধ্যে দ্বিতীয় দিনেও তীব্র যুদ্ধ চলেছে৷ লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত বছরের সূচনায় সংঘাত শুরু হওয়া যাবৎ দামেস্কে এ'রকম তীব্র সংঘর্ষ চলেনি৷ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুলিবর্ষণের আওয়াজ শোনা যাচ্ছে৷ বিক্ষোভকারীরা বেরিয়ে পথ অবরোধ করছে৷ সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব দামেস্কের তাদামন এলাকায় গোলাবর্ষণ করেছে৷ ভারী যুদ্ধ চলেছে নহর এইশা এবং সিদি মিকদাদ এলাকাগুলিতে৷ সিরীয় সেনাবাহিনী দামেস্কের কেন্দ্রে আল-মিদান এলাকায় সাঁজোয়া গাড়ি মোতায়েন করেছে, যা ইতিপূর্বে কখনো ঘটেনি৷

এসি / এসবি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

Syrien Kämpfe in Damaskus Aufständische beten Barrikade
ছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য